Cricket

সিএবি প্রেসিডেন্ট হলেন অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পর সিএবি-র সভাপতি পদ ছেড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তৎকালীন সচিব অভিষেক ডালমিয়া প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়ায় সচিব পদটি খালি হয়ে যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ২০:৪০
Share:

বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ও সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ছবি— সোশ্যাল মিডিয়া।

সিএবি-তে ফের ডালমিয়া-যুগ। বঙ্গীয় ক্রিকেট নিয়ামক সংস্থার প্রেসিডেন্ট হলেন জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়া। সচিব হলেন সৌরভ গঙ্গোপাধ‌্যায়ের অগ্রজ স্নেহাশিস গঙ্গোপাধ‌্যায়। বুধবার সরকারি ভাবে তাঁদের নাম ঘোষণা করা হল।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পর সিএবি-র সভাপতি পদ ছেড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তৎকালীন সচিব অভিষেক ডালমিয়া প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়ায় সচিব পদটি খালি হয়ে যায়।

প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি থেকে সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলে আসা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সচিব পদের জন্য মনোনয়ন জমা দেন। স্নেহাশিস বা অভিষেক কারওর বিরুদ্ধেই কোনও মনোনয়ন জমা পড়েনি।

Advertisement

আরও পড়ুন: বুমরা-শামিদের ওয়াইডের বন্যাই কি হারাল ভারতকে?

এ দিন তাঁদের নাম সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল। সব চেয়ে কম বয়সে সিএবি-র প্রেসিডেন্ট হলেন অভিষেক। তাঁর আগে কেউ ৩৮ বছর বয়সে বাংলার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হননি কেউই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement