নিউজিল্যান্ডকে হারিয়েই রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। ছবি: টুইটার থেকে
টানা ২২ টি আন্তর্জাতিক ম্যাচ জিতে নয়া নজির গড়ল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছয় উইকেটে জয় পেল তারা। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার পুরুষ দলের দখলে। ২০০৩ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন দল এই নজির গড়েছিল নিউজিল্যান্ডকে হারিয়ে। টানা ২১টি ম্যাচ জিতেছিল পন্টিংয়ের দল মহিলা ক্রিকেটেও নিউজিল্যান্ডকে হারিয়েই রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। লরেন ডাউন করেন ৯০ রান। ৪৮.৫ ওভারে ২১২ রানে শেষ হয়ে যায় কিউইদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৩৮.৩ ওভারেই মাত্র ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলি ৬৫ রান করেন। এলিস পেরি করেন ৫৬ রান আর অ্যাশলে গার্ডনার ৫৩ রান করে অপরাজিত থাকেন।
২০১৭ সালের ২৯ অক্টোবর শেষ বার হেরেছিল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। অজিদের বিজয়রথ চলতে শুরু করে ১২ মার্চ ২০১৮ সালে বদোদরায় ভারতকে হারানোর পর থেকে। তারপর টানা ২২ ম্যাচে জয়। এ দিন নয়া বিশ্বরেকর্ড গড়তেই মেগ ল্যানিংয়ের দলের কৃতিত্বকে নেটমাধ্যমে কুর্নিশ জানায় আইসিসি-ও। কভার ছবিতে অস্ট্রেলিয়ার মহিলা দলের ছবি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।