Tennis

Rafael Nadal: অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে নাদাল, মিক্সড ডাবলসে এগোলেন সানিয়ারাও

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন রাফায়েল নাদাল। রবিবার চতুর্থ রাউন্ডে আদ্রিয়ান মানারিনোকে হারিয়ে দিলেন ৭-৬, ৬-২, ৬-২ গেমে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ১৫:৪৭
Share:

কোয়ার্টারে নাদাল ছবি রয়টার্স

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন রাফায়েল নাদাল। রবিবার চতুর্থ রাউন্ডে আদ্রিয়ান মানারিনোকে হারিয়ে দিলেন ৭-৬, ৬-২, ৬-২ গেমে। অন্য দিকে, মিক্সড ডাবলসে এগোল সানিয়া মির্জা-রাজীব রাম জুটিও।

Advertisement

রবিবার নাদালের ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় প্রথম সেটের টাইব্রেকার। কেউই কাউকে ছাড়ছিলেন না। মোট ২৮ মিনিট ৪০ সেকেন্ড ধরে টাইব্রেকার চলার পর নাদাল জেতেন ১৬-১৪ পয়েন্ট। এই নিয়ে ১৪ বার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি। ১৫ বার কোয়ার্টারে উঠে সবার শীর্ষে রয়েছেন রজার ফেডেরার।

নাদাল বলেছেন, “প্রথম সেটটা অসাধারণ ছিল। যা খুশি হতে পারত। শেষ দিকে এসে আমি ভাগ্যবান ছিলাম, তাই জিততে পেরেছি। দু’জনেই যথেষ্ট সুযোগ পেয়েছি এবং সেটাকে কাজে লাগিয়েছি।” নাদাল জিতলেও রবিবারই বিদায় হল তৃতীয় বাছাই আলেকজান্ডার জেরেভের। কানাডার ডেনিস শাপোভালভের কাছে ৩-৬, ৬-৭, ৩-৬ গেমে হেরে যান তিনি। তাঁর হারে ফের প্রশ্নের মুখে পড়ল টেনিসের পরবর্তী প্রজন্ম।

Advertisement

মিক্সড ডাবলসে সানিয়া-রাজীব কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তাঁরা দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৭-৬, ৬-৪ হারান এলেন পেরেজ এবং ম্যাটওয়ে মিডলকপের জুটিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement