India vs South Africa 2021-22

India vs South Africa 2021-22: পাকিস্তানের রেকর্ড ছুঁতে চলা দক্ষিণ আফ্রিকাকে থামাতে পারবে ভারত?

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া। ১৬ বার করে বিপক্ষকে চুনকাম করেছে তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ১৩:৫২
Share:

দক্ষিণ আফ্রিকা থেকে সিরিজ হেরেই ফিরতে চলেছে ভারত। ছবি: রয়টার্স

প্রথম বার দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিরুদ্ধে খাতায় কলমে এগিয়ে থেকে মাঠে নেমেছিল ভারত। সেঞ্চুরিয়ানে জিতে ইতিহাস গড়েছিল। কিন্তু তার পরেই খেই হারিয়ে ফেলল দল। একের পর এক ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকা থেকে সিরিজ হেরেই ফিরতে চলেছে ভারত। তবে তৃতীয় এক দিনের ম্যাচে ভারতের জয় চাইবে পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকা যদি রবিবার জিতে যায় তবে এক দিনের সিরিজে ফের এক বার বিপক্ষকে চুনকাম (হোয়াইটওয়াশ) করবে তারা। ২০ বার বিপক্ষকে চুনকাম করার রেকর্ড গড়বে প্রোটিয়ারা। এখনও অবধি সব থেকে বেশি বার দ্বিপাক্ষিক সিরিজে (তিন ম্যাচ বা তার বেশি ম্যাচের সিরিজে) বিপক্ষকে চুনকাম করেছে পাকিস্তান। রবিবার জিতলে তাদের ছুঁয়ে ফেলবে দক্ষিণ আফ্রিকা।

Advertisement

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া। ১৬ বার করে বিপক্ষকে চুনকাম করেছে তারা।

রবিবার লোকেশ রাহুলরা নামবেন নিজেদের সম্মান বাঁচাতে। শেষ ম্যাচ জিতে ফিরতে চাইবেন তাঁরা। উল্টো দিকে টেম্বা বাভুমাদের লক্ষ্য থাকবে নিখুঁত ভাবে সিরিজ জয় শেষ করে পাকিস্তানকে ছুঁয়ে ফেলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement