Australian Open 2021

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল, ম্যাচে বিতর্ক

বৃহস্পতিবার রড লেভার এরিনায় দ্বিতীয় বাছাই নাদাল নেমেছিলেন যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা আমেরিকার মাইকেল মো-র বিরুদ্ধে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪৪
Share:

সহজ জয় পেলেন নাদাল। ছবি পিটিআই

অস্ট্রেলিয়ান ওপেনে সহজেই তৃতীয় রাউন্ডে উঠলেন রাফায়েল নাদাল। কিন্তু তাঁর ম্যাচে তৈরি হল বিতর্ক। এর জেরে এক দর্শককে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হল।

Advertisement

বৃহস্পতিবার রড লেভার এরিনায় দ্বিতীয় বাছাই নাদাল নেমেছিলেন যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা আমেরিকার মাইকেল মো-র বিরুদ্ধে। মাত্র ১ ঘণ্টা ৪৭ মিনিটের ল়ড়াইয়ে নাদাল ৬-১, ৬-৪, ৬-২ গেমে হারান মোকে। প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেটে ৫-৪ এগিয়ে থাকা অবস্থায় নাদাল যখন সার্ভিস করছেন, তখনই রড লেভার এরিনার গ্যলারি থেকে অপ্রীতিকর ঘটনা ঘটে। এক মহিলা দর্শক গ্যালারি থেকে নাদালকে লক্ষ্য করে আওয়াজ করতে থাকেন। স্বাভাবিক ভাবেই খেলা বন্ধ করে দিতে হয়। ওই মহিলা চিৎকার থামাচ্ছেন না দেখে নাদাল এগিয়ে এসে তাঁকে চুপ করতে বলেন। তখনই ওই মহিলা নাদালকে মাঝের আঙুল তুলে দেখান। নাদাল একটু হেসে ওই মহিলাকে জিজ্ঞেস করেন, ‘‘কী? আমি?’’

শেষ পর্যন্ত বাকি দর্শকরা আওয়াজ দিয়ে ওই মহিলাকে চুপ করিয়ে দেন। ঠিক এর পরেই নাদাল একটি দুরন্ত ‘এস’ মারেন। কিন্তু ওই মহিলা আবার চিৎকার শুরু করেন। আবার খেলা বন্ধ হয়ে যায। শেষ পর্যন্ত মহিলা নিরাপত্তারক্ষী এসে তাঁকে স্টেডিয়াম থেকে বার করে নিয়ে যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement