নেটে ক্যাচিং অনুশীলন কোহালি। ছবি টুইটার
বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। সে দিনই অনুশীলনে হাজির ‘নতুন অতিথি’ অক্ষর প্যাটেল। অধিনায়ক বিরাট কোহালিকে বল করলেন অনেকক্ষণ। এদিন ভারতীয় বোর্ড টুইটারে সেই ভিডিয়ো প্রকাশ করেছে।
হাঁটুর চোটের জন্য প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেও দ্বিতীয় টেস্টের আগেই ফিট হয়ে উঠেছেন অক্ষর। শাহবাজ নাদিমের বদলে তাঁকে খেলানোর দাবিও উঠেছে। সেই লক্ষ্যেই এদিন প্রস্তুতিতে মগ্ন ছিলেন তিনি। বোলারদের ব্যাট হাতে ভূমিকা নেওয়ার কথা বারবার উঠে এসেছে কোহালির কথায়। সে কারণেই ব্যাট হাতে নেটে অঙ্কিত রাজপুত এবং সৌরভ কুমারের বলে খেলতে দেখা গেল অক্ষরকে।
বুধবারই বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন, দু’দিনের মধ্যে বোলিং শুরু করতে পারবেন অক্ষর। দেখা গিয়েছে, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সুস্থ হয়ে উঠেছেন গুজরাতের স্পিনার। দ্বিতীয় টেস্টে তাঁর খেলা কার্যত নিশ্চিত। তবে সিদ্ধান্ত নেবেন সেই কোহালি, কোচ রবি শাস্ত্রীই।