Australian Open 2021

অঘটন, অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন শীর্ষ বাছাই

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৪:০৫
Share:

ক্যারোলিনা মুচোভা ছবি টুইটার

অঘটন অস্ট্রেলিয়ান ওপেনে। মহিলাদের সিঙ্গেলেসে বিশ্বের এক নম্বর তারকা অ্যাশলে বার্টিকে হারালেন ২৫ নম্বর বাছাই ক্যারোলিনা মুচোভা। খেলার ফল ৬-১, ৩-৬, ২-৬।

Advertisement

প্রথম সেট বার্টির কাছে হারার পর খেলা চলাকলীন মুচোভার শুশ্রূষার জন্য সময় নেওয়া নিয়ে শুরু হয় বিতর্ক। ফিজিওকে ডেকে মাথার ও ঘাড়ের শুশ্রূষা করান তিনি। প্রায় ৯ মিনিট সাজঘরে ছিলেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস খেলোয়াড়। কোর্টে ফিরে সম্পূর্ণ অন্য চেহারায় দেখা যায় মুচোভাকে। দ্বিতীয় সেটে ৭টি গেমের মধ্যে ৬টি গেম জিতে নেন তিনি। তৃতীয় সেটেও সহজেই বিশ্বের এক নম্বর তারকাকে হারিয়ে দেন মুচোভা।

শেষ দুটি সেটে ৩১ বার আনফোর্সড এরর করে বসেন বার্টি। ম্যাচের পর মুচোভাকে শুশ্রূষার জন্য সময় নেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান তাঁর মাথা ঘুরতে থাকায় তিনি সময় নেন। সেমিফাইনালে ২২ নম্বর বাছাই জেনিফার বার্ডির মুখোমুখি হবেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement