Australian Open 2021

অস্ট্রেলিয়ান ওপেনের প্রি কোয়ার্টার ফাইনালে উঠলেন জোকোভিচ, সেরিনা

এবার জোকোভিচের সামনে ১৪তম বাছাই কানাডার মিলস রাওনিচ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ২০:১৯
Share:

ম্যাচ জেতার হুঙ্কার জোকোভিচের। ছবি রয়টার্স

অস্ট্রেলিয়ান ওপেনের প্রি কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ। তবে তৃতীয় রাউন্ডের বাধা টপকাতে বেশ কষ্ট করতে হল তাঁকে। শীর্ষ বাছাই জোকোভিচ তৃতীয় রাউন্ডে ৭-৬ (৭-১), ৬-৪, ৩-৬, ৪-৬, ৬-২ গেমে হারান ২৭তম বাছাই আমেরিকার টেলর ফ্রি়ৎজকে। এবার জোকোভিচের সামনে ১৪তম বাছাই কানাডার মিলস রাওনিচ।

Advertisement

তবে জোকোভিচের মতো অতটা সমস্যায় পড়তো হয়নি সেরিনা উইলিয়ামসকে। দশম বাছাই সেরিনা ৭-৬ (৭-৫), ৬-২ গেমে হারান অবাছাই আনাস্তাসিয়া পোটাপোভাকে। এবার তাঁর সামনে কঠিন লড়াই। খেলতে হবে সপ্তম বাছাই বেলারুশের আরিনা সাবালেঙ্কার বিরুদ্ধে। মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় বাছাই রোমানিয়ার সিমোনা হালেপ, তৃতীয় বাছাই জাপানের নেয়োমি ওসাকাও চতুর্থ রাউন্ডে উঠেছেন।

পুরুষদের সিঙ্গলসে জোকোভিচ ছাড়াও প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন আলেকজান্ডার জেরেভ, গ্রিগর দিমিত্রভ, ডমিনিক থিম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement