Cricket Australia

লাবুশেনের ধরা বল মাটিতে পড়ে গেলেও ক্যাচের সিদ্ধান্ত দিলেন আম্পায়ার, কেন?

অনেকেই বলতে থাকেন এটা আউট হলে ১৯৯৯–এর বিশ্বকাপে স্টিভ ওয়র ধরা ক্যাচটাও আউট ছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২১ ১৯:৫২
Share:

সেই বিতর্কিত মুহূর্ত ছবি টুইটার

অস্ট্রেলিয়ার ক্রিকেটার মার্নাস লাবুশেনের ধরা ক্যাচ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় মিশেল শোয়েপসনের বলে মারতে গিয়ে ব্যাক্সটার হল্টের শট ব্যাটের কানায় লেগে ক্যাচ ওঠে। কুইন্সল্যান্ডের হয়ে ফিল্ডিং করার সময় কভারে দাঁড়িয়ে ছিলেন লাবুশেন। সেই সময় কিছুটা পিছনের দিকে দৌড়ে ক্যাচ ধরলেও বল ফস্কে যায় তাঁর হাত থেকে। তবে বল মাটিতে পড়ে গেলেও আউট দিয়ে দেন আম্পায়ার।

Advertisement

এই নিয়েই নেটমাধ্যমে সমালোচনার ঝড় বইতে থাকে। অনেকেই বলতে থাকেন এটা আউট হলে ১৯৯৯–এর বিশ্বকাপে স্টিভ ওয়র ধরা ক্যাচটাও আউট ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশ করা ভিডিয়োতেও ধারাভাষ্যকার প্রথমে আউট বললেও লাবুশেনের হাত থেকে বল পড়ে যেতেই ‘ড্রপড’ বলতে শোনা যায়। ৩৮১ রানে শেষ হয় নিউ সাউথ ওয়েলসের ইনিংস।

২৯ রানে আউট হন ব্যাক্সটার হল্ট। এর আগে বেশ কয়েকবার দারুণ ক্যাচ নিয়ে সকলকে চমকে দিয়েছেন লাবুশেন। দ্বিতীয় দিনের খেলার শেষে কুইন্সল্যান্ডের স্কোর ১৮৪/২।

Advertisement
আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement