প্রশ্ন: কামিন্স (উপরে), স্মিথদের ছাড়া নিয়ে দ্বিধায় বোর্ড। ফাইল চিত্র
করোনাভাইরাস আক্রমণের জেরে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে আইপিএলের ভবিষ্যৎ নিয়ে। এ বার প্রশ্ন উঠতে শুরু করল অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নিয়েও। আইপিএল যদি বা হয়, প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের কি সেই প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে? এই প্রশ্ন উঠে গিয়েছে। অস্ট্রেলীয় প্রচারমাধ্যমের খবর, এ বারের আইপিএলে কামিন্সদের না-ও খেলতে দেখা যেতে পারে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ এপ্রিলের আগে আইপিএল হচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত কোনও ক্রিকেটারকে কোনও রকম নির্দেশ দেয়নি। তবে এটা বলেছে, প্রয়োজনে ক্রিকেটারদের পরামর্শ দেবে বোর্ড। অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ কেভিন রবার্টস বলেছেন, ‘‘আমরা পরামর্শ দিতে পারি ক্রিকেটারদের। আমরা জানি, ক্রিকেটারেরা ব্যক্তিগত ভাবে আইপিএল দলগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ। কিন্তু একটা সময় আসবে, যখন ওরা ওদের নেতা হিসেবে ক্রিকেট বোর্ডের মতামত জানতে চাইবে। তখন অবশ্যই আমরা ওদের প্রয়োজনীয় পরামর্শ দেব।’’
অস্ট্রেলীয় প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, আইপিএলে খেলার ব্যাপারে ক্রিকেটারদের অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে সে দেশের বোর্ড। ক্রিকেটারেরা ব্যক্তিগত ভাবে বিভিন্ন দলের সঙ্গে চুক্তিবদ্ধ হলে কী হবে, দেশের ক্রিকেট বোর্ড চাইলে তাঁদের খেলা আটকাতে পারে। অতীতে এ রকম ঘটনা বেশ কিছু ঘটেছে। সব মিলিয়ে ১৭ জন অস্ট্রেলীয় ক্রিকেটার আছেন আইপিএলে। খবর অনুযায়ী, সবাইকে না আটকালেও প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েলের খেলার উপরে নিষেধাজ্ঞা জারি হতে পারে। এ বারের নিলামে রেকর্ড অর্থ দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল কামিন্সকে। এর আগে মিচেল স্টার্ককেও কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু স্টার্কের চোট থাকায় অস্ট্রেলীয় বোর্ড ওই পেসারকে খেলার অনুমতি দেয়নি।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে চুক্তিবদ্ধ অস্ট্রেলিয়ার পেসার কেন রিচার্ডসন। তিনি অবশ্য জানিয়েছেন, আইপিএল খেলার জন্য তৈরি আছেন। রিচার্ডসন বলেছেন, ‘‘আইপিএল কী বলে, আমরা সেটা শোনার অপেক্ষায় আছি। অনেকে অনেক কথা বলছে। এই শুনছি, আইপিএল না-ও হতে পারে। কেউ বলছে, ছোট আকারে হতে পারে। আমি তো ফোনের সামনে বসে আছি আইপিএলের তরফে কী বলা হয়, তা জানতে। আমি খেলতে আমি তৈরি।’’
রিচার্ডসনকে আবার কয়েক দিন বিছিন্ন করে রাখা হয়েছিল। তিনি করোনাভাইরাসের শিকার হয়েছেন, এই সন্দেহে। তবে পরীক্ষায় দেখা যায়, তাঁর কোনও সমস্যা নেই। যা নিয়ে অস্ট্রেলিয়ার এই পেসার বলেছেন, ‘‘আমি তো প্রথমে ভেবেছিলাম ওরা ঠাট্টা করছে। পরে টিম ডাক্তার ব্যাপারটার গুরুত্ব বোঝান। তবে আমি নিশ্চিত ছিলাম, কিছু পাওয়া যাবে না।’’
বিশ্রামে ধোনি: চেন্নাই সুপার কিংসের অনুশীলন বন্ধ। তাই দিন দুয়েক আগে রাঁচীতে ফিরে এসেছেন মহেন্দ্র সিংহ ধোনি। যেখানে তাঁকে দেখা গিয়েছে মোটরবাইক চালাতে। হেলমেট পরা ধোনি বাইকে বসে আছেন, আর তাঁর সঙ্গে নিজস্বী তোলার ভিড়। এই ভিডিয়ো এ দিন ছড়িয়ে পড়ে ফেসবুকে। পাশাপাশি আরও একটা ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, নিজের প্রিয় কুকুরের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সিএসকে ফ্যান ক্লাবের তরফে এই ভিডিয়ো পোস্ট করে লেখা হয়েছে, ‘‘নিজের প্রিয় সঙ্গীর সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছেন ধোনি।’’