Entertainment News

অবশেষে বিয়ের পিঁড়িতে দক্ষিণী অভিনেতা প্রভাস! পাত্রী অনুষ্কা না কি অন্য কেউ?

‘বাহুবলী’ ছবির সময় থেকে অনুষ্কা শেট্টির সঙ্গে নাম জড়িয়েছে প্রভাসের। এমনও শোনা গিয়েছিল, অনুষ্কাকেই নাকি বিয়ে করবেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮
Share:

বিয়ের পিঁড়িতে প্রভাস ও অনুষ্কা শেট্টি? ছবি: সংগৃহীত।

তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা হয়েছে বিস্তর। একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কোনও সদুত্তর পাওয়া যায়নি। অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণী তারকা প্রভাস। গত বেশ কয়েক বছর ধরে প্রভাসকে নিয়ে নানা রকমের গুঞ্জন রটেছে। তবে তাঁকে বরের বেশে দেখতে বহু দিন ধরে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা। অবশেষে তাঁদের সেই ইচ্ছাই এ বার নাকি পূরণ হতে চলেছে।

Advertisement

‘বাহুবলী’ ছবির সময় থেকে অনুষ্কা শেট্টির সঙ্গে নাম জড়িয়েছে প্রভাসের। এমনও শোনা গিয়েছিল, অনুষ্কাকেই নাকি বিয়ে করবেন তিনি। তবে এ বার শোনা যাচ্ছে অন্য এক পাত্রীর কথা। এক সাক্ষাৎকারে রামচরণের মন্তব্যের জন্য নতুন এই জল্পনার সূত্রপাত। দক্ষিণী তারকা জানিয়েছেন, খুব শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গনপভরামের মেয়ে।

এর পরেই জল্পনা বাড়িয়ে দিয়েছে দক্ষিণী বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালান। এক্স হ্যান্ডলে তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন। এই পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন অনুরাগীরা। উচ্ছ্বসিত হয়ে তাঁরা পাত্রী সম্পর্কে জানতে আগ্রহী। কেউ কেউ আবার অনুষ্কা শেট্টিকেই পাত্রী হিসাবে দেখতে চাইছেন।

Advertisement

যদিও নেটপাড়ায় অনেকের মত, প্রভাসের বিয়ে জল্পনা নাকি স্রেফ গুঞ্জন। আগামী ছবির জন্য বিয়ের একটি দৃশ্যে তাঁকে দেখা যাবে বলেই এমন গুঞ্জন। যদিও অনুরাগীরা তা মানতে নারাজ। তাঁরা প্রাণপণ চাইছেন, এ বার যেন এই গুঞ্জন সত্যি হয়।

শুধু অনুষ্কা শেট্টি নয়। বলিউডের কৃতি শ্যাননের সঙ্গেও নাম জড়িয়েছিল প্রভাসের। ‘আদিপুরুষ’ ছবির শুটিংয়ের সময়ে দু’জনকে নিয়ে গুঞ্জন রটেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement