Cricket

এ ভাবেও আউট হওয়া যায়! অজি পেসারের এই আউট দেখে আপনারও এই কথাই মনে হবে

অস্ট্রেলিয়ার ১৪৩তম ওভারের চতুর্থ বলে আউট হন প্যাটিনসন। কিউয়ি বোলার নিল ওয়াগনার শর্ট বল করার চেষ্টা করেছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

সিডনি শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ ১৫:০৭
Share:

প্যাটিনসনের আউট হওয়া দেখে অবাক ক্রিকেটভক্তরা। ছবি— টুইটার থেকে।

এ ভাবে কেউ আউট হয়! সিডনিতে অস্ট্রেলিয়ার টেলএন্ডার জেমস প্যাটিনসন যে‌ ভাবে আউট হলেন, তা দেখে বিস্মিত ক্রিকেটভক্তরা। রিপ্লে দেখলে প্যাটিনসনও হয়তো লজ্জাই পাবেন।

Advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ আগেই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সিডনির তৃতীয় ও শেষ টেস্টে মারনাস লাবুশানে ২১৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। অজিদের প্রথম ইনিংস শেষ হয় ৪৫৪ রানে।

অস্ট্রেলিয়ার ১৪৩তম ওভারের চতুর্থ বলে আউট হন প্যাটিনসন। কিউয়ি বোলার নিল ওয়াগনার শর্ট বল করার চেষ্টা করেছিলেন। বল যতটা উঠবে ভেবেছিলেন প্যাটিনসন, ততটা ওঠেনি।

Advertisement

আরও পড়ুন: প্র্যাকটিসে ইয়র্কারে স্টাম্প ভাঙলেন দুরন্ত বুমরা, দেখুন ভিডিয়ো

বলের গতিপথ থেকে চোখ সরিয়ে নেন প্যাটিনসন। ওয়াগনারের ডেলিভারি অজি বাঁ হাতির শরীরে এসে লাগে। তার পর সেই বল তাঁর ব্যাটে লেগে উইকেটে আঘাত করে। বল যাতে উইকেটে না লাগে, সেই চেষ্টা করেছিলেন প্যাটিনসন। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। বল উইকেটে লেগে বেল পড়ে যায়। স্কোর বোর্ডে প্যাটিনসনের নামের পাশে লেখা ২ রান।

এর আগেও অদ্ভুত ভাবে আউট হয়েছেন অজি বাঁ হাতি। গত বছরের মার্চে শেফিল্ড শিল্ডের ম্যাচে ট্রেন্ট কুপল্যান্ডের বল ডিফেন্স করতে গিয়ে সেই বল ব্যাটে লাগিয়ে বোল্ড হন প্যাটিনসন।

Now that's unlucky! The reaction from second slip says it all 😯 #JLT #SheffieldShield

A post shared by cricket.com.au (@cricketcomau) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement