হেরে গেলেন দ্রাবিড়ের ছাত্ররা

অস্ট্রেলিয়া ‘এ’-র কাছে চার দিনের দুই ম্যাচের সিরিজ হারল রাহুল দ্রাবিড়ের ভারত ‘এ’। শনিবার চিপকে জয়ের জন্য ৬১-র লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে অজিরা তা ৬.১ ওভারেই তুলে নেন। সকালে ভারত ‘এ’ ২৬৭-৬-এ ব্যাট করতে নামার পর ২৭৪-এই অল আউট হয়ে যায়। এই সময়ে কুড়ি মিনিটে সাত রানে চার উইকেট হারায় ভারত। কোচ হিসেবে প্রথম সিরিজে হারের পর রাহুল দ্রাবিড় বলেন, ‘‘এই হার থেকে শিক্ষা নিতে হবে ছেলেদের। ভবিষ্যতে এই শিক্ষা কাজে লাগবে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৫ ০৩:১৮
Share:

অস্ট্রেলিয়া ‘এ’-র কাছে চার দিনের দুই ম্যাচের সিরিজ হারল রাহুল দ্রাবিড়ের ভারত ‘এ’। শনিবার চিপকে জয়ের জন্য ৬১-র লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে অজিরা তা ৬.১ ওভারেই তুলে নেন। সকালে ভারত ‘এ’ ২৬৭-৬-এ ব্যাট করতে নামার পর ২৭৪-এই অল আউট হয়ে যায়। এই সময়ে কুড়ি মিনিটে সাত রানে চার উইকেট হারায় ভারত। কোচ হিসেবে প্রথম সিরিজে হারের পর রাহুল দ্রাবিড় বলেন, ‘‘এই হার থেকে শিক্ষা নিতে হবে ছেলেদের। ভবিষ্যতে এই শিক্ষা কাজে লাগবে।’’ এ দিকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের বিরুদ্ধে ওয়ান ডে ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ভারত ‘এ’ দলের অধিনায়ক উন্মুক্ত চন্দ। দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিরুদ্ধে দু’টি চার দিনের ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন অম্বাতি রায়ডু। কোনও দলেই রাখা হয়নি মনোজ তিওয়ারি বা বাংলার কোনও ক্রিকেটারকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement