বিয়ের আমন্ত্রণপত্রের সঙ্গে আইফোন! ছবি: শাটারস্টক।
বিয়ের অনুষ্ঠানের মুহূর্তে জুড়ে যায় দুই পরিবারও। পাত্র-পাত্রীর জীবনের এই শুভ ক্ষণকে আরও ‘বিশেষ’ করে তুলতে আলাদা ভাবে তৈরি করা হয় বিয়ের নিমন্ত্রণপত্র। বিলাসিতা এবং আভিজাত্যে মোড়া এই কার্ডগুলির দামও আকাশছোঁয়া। আচ্ছা, বিয়ের আমন্ত্রণপত্রের সঙ্গে যদি আইফোন মেলে, তা হলে কেমন হয়? বিয়ের মণ্ডপের সাজসজ্জা, বর-কনের পোশাকের মতো বিয়ের নিমন্ত্রণপত্রেও এসেছে থিমের ছোঁয়া। সময়ের সঙ্গে সঙ্গে সেই থিমেও এসেছে বদল। সম্প্রতি এক যুগল তাঁদের বিয়ের কার্ড করেছেন‘ আইফোন থিম’-এর উপর।
আইফোনের থিমে তৈরি সেই বিয়ের আমন্ত্রণপত্র নিয়ে হইচই শুরু হয়েছে সর্বত্র। বুকলেটের নকশায় তৈরি সেই বিয়ের কার্ডটি দেখতে হুবহু আইফোনের মতো। সেই কার্ডের উপরটি দেখতে একেবারে আইফোনের স্ক্রিনের মতো। স্ক্রিন জুড়ে হবু দম্পতির ছবি, দেখে মনে হচ্ছে আইফোনের ওয়াল পেপার। ভিতরের তিনটি পাতা নকশা করা হয়েছে মেসেজিং অ্যাপের মতো করে, সেখানে বিয়ের তারিখ, স্থান, পাত্রপাত্রীর নাম-সহ যাবতীয় তথ্য লেখা। কার্ডের ও পিঠে আবার আইফোনের পিছন দিকটির মতো করে নকশা করা হয়েছে। সেখানে আইফোনের লোগো থেকে ক্যামেরা— আঁকা রয়েছে সবই। দূর থেকে কার্ডটি দেখলে আইফোন ভেবে ভুল করতে পারেন অনেকেই।
এই কার্ডটির ভিডিয়ো ভাইরাল হতেই চর্চা তুঙ্গে। কারও কারও মতে, বিয়ের কার্ডে চিরাচরিত নকশাই ভাল লাগে, খুব বেশি পরীক্ষানিরীক্ষা করার প্রয়োজন কী! অনেকেরই আবার কার্ডের নকশাটি বেশ মনে ধরেছে, তাঁরা নিজেদের বিয়েতেও এই ধরনের কার্ড তৈরি করার কথা ভাবছেন।