আইএএস অফিসারের অভিযোগ পেয়েই তাঁর দফতরে যায় পুলিশ। প্রতিনিধিত্বমূলক ছবি।
মিষ্টির বাক্সে টাকা ভরে এক আইএএস অফিসারের দফতরে গিয়েছিলেন দুই নেতা। ওই অফিসারকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। কিন্তু তাঁদের প্রচেষ্টা বিফলে গেল আইএএস অফিসারের উদ্যোগেই। তাঁকে দেওয়া মিষ্টির বাক্সে টাকা আছে জানতে পেরেই দ্রুত পদক্ষেপ করেন ওই অফিসার। দুই নেতাকে বাইরে অপেক্ষা করতে বলে পুলিশকে ফোন করেন। পুলিশ আসতেই তাঁদের হাতে তুলে দেন দুই নেতাকে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিধি জেলায়।
জেলা পঞ্চায়েতের সিইও অংশুমান রাজের দফতরে গিয়েছিলেন পঞ্চায়েতের দুই নেতা। পঞ্চায়েতের কোষাধ্যক্ষের পদ খালি থাকায় সেই পদে কোনও ব্যক্তিকে নিয়োগ করার আবেদন নিয়ে আইএএস অফিসারের দফতরে গিয়েছিলেন পঞ্চায়েতের দুই নেতা। পঞ্চায়েত প্রধানের চিঠি নিয়ে সিইও অংশুমানের সঙ্গে দেখা করেন। ওই পদে যাতে দ্রুত কাউকে বসানো যায় সেই আবেদন জানিয়ে অংশুমানের দিকে মিষ্টির একটি প্যাকেট বাড়িয়ে দেন।
এই বাক্সে কী আছে তা জানতে চান আইএএস অফিসার। মিষ্টির বাক্সের ভিতরে একটি খামে টাকা ছিল বলে অভিযোগ। আইএএস অংশুমানের কাছে বিষয়টি তখন জলের মতো স্পষ্ট হয়ে যায়। তিনি তখনই নিরাপত্তাকর্মীদের ডেকে ওই দুই নেতাকে বাইরে বসানোর ব্যবস্থা করেন। তার পর তাঁদের অজান্তেই জেলা পুলিশ সুপারকে ফোন করে গোটা ঘটনাটি জানান। সেই অভিযোগ পেয়েই জোলা পঞ্চায়েতের সিইওর দফতরে পুলিশ এসে পৌঁছয়। তাঁর অভিযোগের ভিত্তিতে দুই নেতাকে মিষ্টির বাক্স এবং টাকাসমেত আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।