হাসপাতালে গল্ফার গ্রেগ নর্ম্যান। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
করোনার উপসর্গের কারণে আমেরিকায় হাসপাতালে ভর্তি অস্ট্রেলিয়ার কিংবদন্তি গল্ফার গ্রেগ নর্ম্যান। তবে তাঁর করোনা হয়েছে কিনা এখনও পরিষ্কার নয়।
১৯৮৬ ও ১৯৯৩ সালে ব্রিটিশ ওপেন জিতেছিলেন তিনি। এর আগে করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছিল তাঁর ফল। কিন্তু শুক্রবার তিনি সোশ্যাল মিডিয়ায় হাসপাতালে মাস্ক পরিহিত শায়িত অবস্থার এক ছবি পোস্ট করেন। যাতে ইঙ্গিত মিলছে যে যিনি কোভিড পজিটিভ।
এর আগে তিনি বলেছিলেন যে কোভিড হওয়ার মতে হাল্কা উপসর্গ দেখা যাচ্ছে তাঁর মধ্যে। ৬৫ বছর বয়সি বৃহস্পতিবার বলেছিলেন, “আমার ফ্লু হয়েছে মনে হচ্ছে। হাল্কা জ্বর আছে। ব্যথাও করছে। নিজেই কোয়রান্টিনে রয়েছি।”
আরও পড়ুন: প্রয়াত ডিন জোন্সকে শ্রদ্ধা জানানো হল মেলবোর্নে
আরও পড়ুন: দৌড়তে সমস্যা হচ্ছে, ওয়ার্নারকে নিয়ে তৃতীয় টেস্টেও থাকছে অনিশ্চয়তা
গ্রেগ নর্ম্যানের ছেলেও সোশ্যাল মিডিয়ায় কোভিড হওয়ার কথা জানিয়েছেন। গত সপ্তাহে বাবা-ছেলে দু’জনেই অংশ নিয়েছিলেন ফ্লোরিডার প্রদর্শনী পিএনসি চ্যাম্পিয়নশিপে।