মেলবোর্ন ক্রিকেট বোর্ডের ‘অনার্স বোর্ড’-এর সামনে ভারতীয় দলের পূজারারা। ছবি অশ্বিনের ইনস্টাগ্রাম থেকে।
মাঠের ভেতরে দুর্দান্তভাবে ফর্মে ফিরেছে টিম ইন্ডিয়া। মাঠের বাইরেও তুখোড় ফর্মে তাঁরা। আর বাইরে থেকে এর নেতৃত্ব দিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে মজা করে খোঁচা দিলেন চেতেশ্বর পূজারাকে।
মেলবোর্নে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। এরপর অশ্বিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে অশ্বিনের সঙ্গে রবীন্দ্র জাডেজা, উমেশ যাদব, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে এবং যশপ্রীত বুমরা পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন। পেছনে একটি দেওয়ালে মেলবোর্ন ক্রিকেট বোর্ডের ‘অনার্স বোর্ড’ রয়েছে।
এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অশ্বিন লেখেন, ‘‘যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, স্রফ হেলান দিয়ে দেওয়ালের সাপোর্টটা উপভোগ করতে হয়। গোটা দলকে অভিনন্দন। অসাধারণ জয়।’’
এই সেই পোস্ট।
এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসার সঙ্গে সঙ্গে রোহিত শর্মা লেখেন, ‘‘পুজারাকে খুব কাঠ-কাঠ লাগছে।’’ এরপর অশ্বিনের জবাব, ‘‘বোধ হয় মনে মনে জাতীয় সঙ্গীত গাইছে।’’
আরও পড়ুন: অধিনায়ক রাহানের প্রথম ৩ টেস্ট জয়, সামনে শুধু ধোনি
আরও পড়ুন: করোনার প্রকোপের মধ্যেও সিডনিতেই হবে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট