প্রত্যয়ী: প্রতিপক্ষ মাজ়িয়াকে হারাতে মরিয়া হাবাসরা। ছবি: টুইটার।
মলদ্বীপে আজ এএফসি কাপে ‘ডি’ গ্রুপে ভারতের দুই দলের দু’রকম দ্বৈরথ। প্রথম ম্যাচ জেতার পরে গ্রুপ শীর্ষে থেকে নকআউট পর্বে যেতে রয় কৃষ্ণদের এটিকে-মোহনবাগানকে জিততেই হবে মলদ্বীপের ক্লাব মাজ়িয়ার বিরুদ্ধে। যারা প্রথম ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসের কাছে হারের পরে ছন্দে ফিরতে মরিয়া।
পাশাপাশি, প্রথম ম্যাচে প্রীতম কোটালদের কাছে হারের পরে শনিবার ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর দল বেঙ্গালুরু এফসিকে জিততেই হবে গ্রুপ পর্যায়ে টিকে থাকার জন্য। সুনীলদের প্রতিপক্ষ বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন দল বসুন্ধরার স্পেনীয় কোচ অস্কার ব্রুজো আবার অতীতে দীর্ঘদিন কোচিং করিয়েছেন ভারতে। ফলে সুনীল, উদান্ত সিংহদের ভাল ভাবেই চেনেন তিনি।
গ্রুপে এটিকে-মোহনবাগান এবং বসুন্ধরা কিংস—দু’দলই তিন পয়েন্ট নিয়ে প্রথম দুই স্থানে রয়েছে। শনিবার মলদ্বীপের দলটির বিরুদ্ধে জিততে পারলে নক-আউট পর্বে যাওয়ার জন্য ভাল জায়গায় পৌঁছে যাবে সবুজ-মেরুন শিবির। শুক্রবার সাংবাদিক সম্মেলনে সে কথাই বলেছেন অধিনায়ক প্রীতম কোটাল। তাঁর কথায়, ‘‘আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। এএফসি কাপের পরের রাউন্ডে যেতে হলে জয় চাই শনিবার।’’
অন্য দিকে, বেঙ্গালুরু এফসি কোচ মার্কো পেজ্জাউয়োলির কথায়, ‘‘রক্ষণ ও আক্রমণ— দুই বিভাগেই শক্তিশালী বাংলাদেশের দলটি। প্রতি-আক্রমণে বিপক্ষের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে গোল করতেই হবে। কোনও চাপ নেই। ইতিবাচক মানসিকতা নিয়ে ফ্রি-কিক ও কর্নার কাজে লাগাতে পারলে জিতেই ফিরব।’’
ঘরের মাঠে মাজ়িয়া কঠিন প্রতিপক্ষ। সে কারণেই তাদের সমীহ করছেন এটিকে-মোহনবাগানের স্পেনীয় কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। বলেছেন, ‘‘ম্যাচ প্রতি অঙ্ক কষছি। মাজ়িয়াকে সমীহ করতে হবে। যদিও মাঠে জয়টা ছিনিয়ে আনা ছেলেদের কাজ। আর ওরা তা পারবে।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘ম্যাচে একটা খারাপ দিন বা মুহূর্ত যাবতীয় পরিকল্পনা উল্টে দিতে পারে। রয় কৃষ্ণদের মনঃসংযোগ ধরে রাখতে হবে ৯০ মিনিট। মাজ়িয়া আমাদের বিরুদ্ধে নিশ্চয়ই নতুন রণনীতি সাজাবে।’’
এ দিন সকালে স্থানীয় মাঠে ঘণ্টা দেড়েক অনুশীলন করেছেন রয় কৃষ্ণেরা। শোনা যাচ্ছে, প্রথম ম্যাচের দলই নামাতে পারেন হাবাস।
কলকাতা লিগ: শুক্রবার মোহনবাগান মাঠে ভবানীপুর ২-১ হারিয়েছে ইউনাইটেড স্পোর্টসকে। ভবানীপুরের হয়ে গোল করেছেন প্রীতম সরকার ও প্রদীপ মোহনরাজ। ইউনাইটেড স্পোর্টসের গোলদাতা দিলীপ ওঁরাও। শনিবার কলকাতা কাস্টমসের বিরুদ্ধে খেলতে নামছে এরিয়ান। টালিগঞ্জ অগ্রগামীর প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ।
শনিবার এএফসি কাপ: বেঙ্গালুরু এফসি বনাম বসুন্ধরা কিংস (বিকেল ৪.৩০), মাজ়িয়া বনাম এটিকে-মোহনবাগান (রাত ৯.৩০)