Arindam Bhattacharya

কোভিডে আক্রান্ত মাকে হারালেন এটিকে মোহনবাগান গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য

রবিবারই তাঁর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয়। সোমবার সকাল ৬:১৫ নাগাদ বেসরকারি হাসপাতালের তরফে জানান হয় তাঁর মৃত্যুর খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২১ ১৩:১০
Share:

মায়ের সঙ্গে অরিন্দম অরিন্দমের ফেসবুক থেকে

কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন এটিকে মোহনবাগান গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের মা অন্তরা ভট্টাচার্য। বয়স হয়েছিল ৬২ বছর। কিছুদিন আগেই নেটমাধ্যমে মায়ের কোভিড হওয়ার কথা জানান অরিন্দম। মায়ের স্বাস্থ্যের কথা চিন্তা করে এএফসি কাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেন সবুজ মেরুন গোল রক্ষক। প্রায় দু সপ্তাহ ধরে লড়াই করার পর সোমবার সকালে প্রয়াত হন তিনি।

Advertisement

রবিবারই তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয়। সোমবার সকাল ৬:১৫ নাগাদ বেসরকারি হাসপাতালের তরফে জানান হয় তাঁর মৃত্যুর খবর। অরিন্দমের মায়ের প্রয়াত হওয়ার খবর পেয়ে সমবেদনা জানান এটিকে মোহনবাগান কোচ আন্তনিয়ো লোপেজ হাবাসও। অরিন্দমকে ফোন করে কথা বলেন তিনি।

গত বছরই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অরিন্দমের বাবা। আর এ বার তিনি হারালেন তাঁর মাকেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement