গোয়ায় উদ্দেশ্যে রওনা দিলেন শেখ সাহিল ছবি ইনস্টাগ্রাম।
বুধবার রাতে গোয়া পৌঁছে গেল এটিকে মোহনবাগান। ভারতের অনূর্ধ্ব ২৩ জাতীয় দলে সুযোগ পাওয়ায় এখনই গোয়া যাচ্ছেন না সুমিত রাঠি ও দীপক টাংরি। এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলতে দুবাই উড়ে গিয়েছেন তাঁরা।
অনেকদিন আগে থেকেই এটিকে মোহনবাগান স্ট্রাইকার রয় কৃষ্ণ গোয়াতেই রয়েছেন। এবার তাঁর সঙ্গে যোগ দিতে চলেছেন অমরেন্দ্র সিংহ, মনবীর সিংহ, প্রীতম কোটালরা। ইতিমধ্যেই গোয়া পৌঁছে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল, জামসেদপুর এফসি-র মতো দল গুলো। কলকাতা লিগ বা ডুরান্ড কাপে অংশ না নিলেও এএফসি কাপ খেলে আসায় প্রি সিজন মোটামুটি ভাবে হয়ে গিয়েছে এটিকে মোহনবাগানের।
এএফসি কাপের সেমিফাইনালে হারের পর ফুটবলারদের ছুটি দিয়েছিলেন আন্তোনিয়ো লোপেজ হাবাস। সেই ছুটি কাটিয়ে বুধবার গোয়ায় পৌঁছলেন ফুটবলারা। ১৯ নভেম্বর কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে গতবারের রানার্সরা। শুক্রবার থেকেই হয়ত অনুশীলনে নেমে পড়বেন এটিকে মোহনবাগান ফুটবলাররা।