গোলের পরে এটিকের ফুটবলারদের উল্লাস। এই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ছবি— আইএসএল-এর সৌজন্যে।
শুরুটা ভাল হল না আন্তোনিও লোপেজ হাবাসের। এই কেরল ব্লাস্টার্সকে হারিয়েই প্রথম বার আইএসএল ট্রফি ঘরে তুলেছিল হাবাসের এটিকে। স্পেনীয় কোচ ছিলেন সেই সাফল্যের আসল কারিগর। এ বার প্রথম ম্যাচেই হাবাসের এটিকে ১-২ হারল কেরল ব্লাস্টার্সের কাছে। তাও আবার এগিয়ে থেকে।
শুরুটা চমকে দেওয়ার মতো করেছিল এটিকে। খেলার ছ’ মিনিটে বাঁ পায়ের ভলিতে এটিকে-কে এগিয়ে দেন কার্ল ম্যাকহুগ। ৩০ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ওগবেচে। তবে পেনাল্টির সিদ্ধান্ত বিতর্কিত।
নিজেদের পেনাল্টি বক্সের ভিতরে জাইরোকে জামা ধরে টেনে ফেলে দেন প্রণয় হালদার। বিরতির ঠিক আগে ফের ওগবেচে এগিয়ে দেন কেরলকে। সেই গোল আর শোধ করতে পারেনি এটিকে শিবির। তবে প্রথমার্ধে পেনাল্টি পেলেও পেতে পারত কলকাতার ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুন: পেনাল্টি নষ্ট বেইতিয়ার, বাংলাদেশে প্রথম ম্যাচেই হারল মোহনবাগান
কেরলের পেনাল্টি বক্সের ভিতরে সুসাইরাজকে ফেলে দেওয়া হলেও রেফারি পেনাল্টি দেননি সেই যাত্রায়। দ্বিতীয়ার্ধে কলকাতার দলটি সমতা ফেরাতে পারেনি। ফলে প্রথম ম্যাচ হেরেই অভিযান শুরু করতে হল দু’ বারের আইএসএল চ্যাম্পিয়নদের। তবে দিল্লি এখনও বহু দূর। অনেক ম্যাচ বাকি। অনেক ওঠা পড়া বাকি।