chess

Indian Chess: জাতীয় দাবা সংস্থা থেকে বহিষ্কৃত সহ সভাপতি অতনু লাহিড়ী

গোটা বিষয় নিয়ে অতনুর কাছে জাবাব চেয়েছিল দাবা সংস্থা। তাঁর দেওয়া জবাবে খুশি না হওয়ায় অতনুকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ২০:৫৯
Share:

অতনু লাহিড়ী ফাইল চিত্র

অতনু লাহিড়ীকে বহিষ্কার করল জাতীয় দাবা সংস্থা। জয়পুরে অনুষ্ঠিত সেন্ট্রাল কাউন্সিলের সভায় সংগঠনের সহ সভাপতি অতনুকে তিন বছরের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

তাঁর বিরুদ্ধে ভারতের দাবা সংস্থার বিভিন্ন নথি পাচার, জালিয়াতি, সংস্থা বিরোধী কার্যকলাপ, দুর্নীতির অভিযোগ আনা হয়। গোটা বিষয় নিয়ে তাঁর কাছে জাবাব চেয়েছিল দাবা সংস্থা। তাঁর দেওয়া জবাবে খুশি না হওয়ায় অতনুকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একাধিক দাবাড়ুর ব্যক্তিগত তথ্য পাচার করছে ভারতের দাবা সংস্থা, চলতি বছরের জুলাই মাসে এই অভিযোগ করেছিলেন অতনু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর অভিযোগ পাঠিয়েছিলেন তিনি। এরপরই তাঁর কাছে জবাব চাওয়া হয় দাবা সংস্থার পক্ষ থেকে।

Advertisement

এরপর অতনু নিজের বক্তব্য সংস্থার কাছে পেশ করলেও তাতে খুশি হয়নি সংস্থা। ফলে বৃহস্পতিবার তাঁকে বহিষ্কার করে সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement