Cricket

পাকিস্তানে নয়, এশিয়া কাপ হবে দুবাইয়ে

সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫৬
Share:

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।—ছবি এএফপি।

জল্পনার অবসান। পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ। এই প্রতিযোগিতা হবে দুবাইয়ে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এর বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে শুক্রবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের এ কথা জানান।

Advertisement

সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু বিসিসিআই সূত্রে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। ফলে এই প্রতিযোগিতা হওয়া নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। কারণ পাকিস্তানে যদি টুর্নামেন্ট হয়, আর সেই প্রতিযোগিতায় যদি ভারত অংশ না নেয়, তা হলে প্রতিযোগিতার গুরুত্ব অনেক কমে যাবে। আর সে কারণেই দুবাইয়ে সরিয়ে আনা হল এশিয়া কাপ। ভারত ও পাকিস্তান দু’দলই অংশ নেবে এই প্রতিযোগিতায়।

২০১৩ সালে শেষ বার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজে অংশ নেয় ভারত-পাকিস্তান। তার পর রাজনৈতিক অস্থিরতার কারণে দু’দলই আইসিসি-র টুর্নামেন্ট ছাড়া অন্য কোথাও মুখোমুখি হয়নি।

Advertisement

আরও পড়ুন: দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে, চোটের জন্য অনিশ্চিত ইশান্ত শর্মা

আরও পড়ুন: চার দিনের ম্যাচ হলে সেটা টেস্টই নয়, বলে দিলেন কুম্বলে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement