Ashwin

অশ্বিন ৮০০ উইকেটে পেতে পারেন, মনে করছেন বিশ্বরেকর্ডের মালিক মুরলীধরন

এখন অশ্বিনের ৩৭৭টি টেস্ট উইকেট রয়েছে। লায়নের উইকেট সংখ্যা ৩৯৬।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ১৫:০১
Share:

মুরলী মনে করেন, লায়ন নন, অশ্বিনই এই ব্যাপারে এগিয়ে।

মুথাইয়া মুরলীধরন মনে করছেন তাঁর ৮০০ উইকেটের বিশ্বরেকর্ডের কাছাকাছি যদি কেউ পৌঁছতে পারেন, তিনি রবিচন্দ্রন অশ্বিন। এখন যেসব স্পিনার খেলছেন, তাঁদের মধ্যে অশ্বিন আর নেথান লায়নই এগিয়ে রয়েছেন। তবে মুরলী মনে করেন, লায়ন নন, অশ্বিনই এই ব্যাপারে এগিয়ে।

Advertisement

শ্রীলঙ্কার প্রাক্তন অফস্পিনার অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ডকে বলেছেন, ‘‘অশ্বিনের সামনে সুযোগ রয়েছে। কারণ ও খুব ভাল বোলার। এছাড়া এখন যারা খেলছে, তাদের মধ্যে আর কেউ ৮০০ উইকেট পেতে পারে বলে আমার মনে হয় না।’’ এরপর লায়নের প্রসঙ্গ টেনে মুরলী বলেন, ‘‘ওকে দেখে মনে হচ্ছে না, ও ৮০০ উইকেটের ধারেকাছে যেতে পারে। ও ততটা ভাল বোলার নয়। ৮০০-র মাইলস্টোনে পৌঁছতে হলে ওর অনেক ম্যাচ লাগবে। এতগুলো ম্যাচ ও খেলতে পারবে বলে মনে হয় না।’’

এখন অশ্বিনের ৩৭৭টি টেস্ট উইকেট রয়েছে। লায়নের উইকেট সংখ্যা ৩৯৬। একই বছর দুজনের টেস্ট অভিষেক হয়। ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত ৩৩ বছরের লায়ন ৯৯টি টেস্ট খেলেছেন। অন্যদিকে ৩৪ বছরের অশ্বিন খেলেছেন ৭৪টি টেস্ট।

Advertisement

আধুনিক ক্রিকেটে বোলারদের কাজটা কঠিন হয়ে গেছে বলে মনে করা হলেও মুরলিধরন তা মনে করছেন না। বরং তাঁর বক্তব্য, এখন উইকেট পাওয়া অনেক সহজ হয়ে গেছে। মুরলী বলেন, ‘‘আমাদের সময়ে বোলারদের বাড়তি পরিশ্রম করতে হত। কিন্তু এখন মোটামুটি একটা লাইন লেংথে বল করলেই পাঁচ উইকেট বাঁধা। কারণ ব্যাটসম্যানরা শুরু থেকেই আক্রমণে যেতে গিয়ে বেশিক্ষণ উইকেটে টিকে থাকছে না। ফিল্ডারদের ঠিকঠাক জায়গায় দাঁড় করালে উইকেট পাওয়া যাবেই। ব্যাটসম্যানরাই বাকি কাজটা করে দেবে।’’

আরও পড়ুন: গাওস্করকে অসম্মান পেনের: কথা বলাই ওঁর কাজ, যা খুশি বলতে পারেন

আরও পড়ুন: গতির ভয়ানক গাব্বায় এখনও অনুপ্রেরণা সৌরভের সেই ১৪৪​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement