সচিন তেন্ডুলকর

মুম্বই জার্সিতে ফের ব্যর্থ সচিন-তনয় অর্জুন, পুদুচ্চেরির কাছে লজ্জার হার

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হারের দৌড় চলছেই। রবিবার টানা চতুর্থ ম্যাচে হারল তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ২২:৫২
Share:

ফের ব্যর্থ অর্জুন তেন্ডুলকর।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হারের দৌড় চলছেই। রবিবার টানা চতুর্থ ম্যাচে হারল তারা। এবার পুদুচ্চেরির মতো দুর্বল দলও তাদের হারিয়ে দিল। মুম্বইয়ের হয়ে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন

Advertisement

প্রথমে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মুম্বইয়ের ব্যাটিং। মাত্র তিন জন ব্যাটসম্যান দু’অঙ্কের গন্ডি পেরোতে পেরেছেন। দশ নম্বরে নেমে ৭ বলে ৩ রান করে ফিরে যান অর্জুন। মুম্বই ১০০-র গন্ডিও পেরোতে পারেনি। অল আউট ৯৪ রানে। এটাই টুর্নামেন্টে তাদের সবথেকে খারাপ পারফরম্যান্স। পুদুচ্চেরির শান্তামূর্তি ৫ উইকেট নেন। ৪১ বছর বয়সে তিনিই প্রবীণতম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন।

বল হাতেও আহামরি পারফরম্যান্স করতে পারেননি অর্জুন। ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৩ রান দিয়ে বিপক্ষের ফাবিদ আহমেদের উইকেট পেয়েছেন। মুস্তাক আলি থেকে আগেই ছিটকে গিয়েছিল মুম্বই। এদিনের হার যেন তাদের চরম শিক্ষা দিয়ে গেল।

Advertisement

আরও খবর: তবু ‘ওয়াশি’-কে নিয়ে আফশোস যাচ্ছে না সিনিয়র সুন্দরের

আরও খবর: প্রশ্নকর্তা অশ্বিনের কাছে দুর্দান্ত ইনিংসের রহস্য ফাঁস করলেন শার্দুল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement