Anush Agarwalla

অলিম্পিক্স ইকোয়েস্ট্রিয়ানে কোটা বাংলার অনুষ আগরওয়াল্লার

কলকাতার অনুষ যদিও খুশি। তিনি বলেছেন, ‘‘ভারতের অলিম্পিক্স দলে সুযোগ পেয়ে আমি খুবই খুশি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল অলিম্পিক্সে নামার। এ বার প্যারিসে সেই স্বপ্ন পূরণ করার ইচ্ছে আছে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৫৭
Share:

অনুশ আগরওয়াল। —ফাইল চিত্র।

অলিম্পিক্সে ইকোয়েস্ট্রিয়ানে কোটা পেলেন কলকাতার অনুষ আগরওয়াল্লা। হা‌ংঝৌ এশিয়ান গেমসে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক পেয়েছিলেন অনুষ। এ বার অলিম্পিক্সেও দেখা যেতে পারে তাঁকে। ভারতীয় ইকোয়েস্ট্রিয়ান ফেডারেশন অলিম্পিক্স কোটায় তাঁর নাম রেখেছেন। অলিম্পিক্সে পাকাপাকি ভাবে নাম পাঠানোর আগে আরও একটি ট্রায়াল দিতে হবে ফেডারেশনে। এ বার দেখার, অনুষের নাম অলিম্পিক্সে পাঠানো হয় কি না

Advertisement

কলকাতার অনুষ যদিও খুশি। তিনি বলেছেন, ‘‘ভারতের অলিম্পিক্স দলে সুযোগ পেয়ে আমি খুবই খুশি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল অলিম্পিক্সে নামার। এ বার প্যারিসে সেই স্বপ্ন পূরণ করার ইচ্ছে আছে।’’

তরুণ অনুষ মনে করেন, কোটায় নাম ওঠার পরে তাঁকে দল থেকে বাদ দেওয়া কঠিন। অনুষের কথায়, ‘‘এত দিন ধরে যা করে এসেছি, ফাইনাল ট্রায়ালে সেটাই করব।’’ যোগ করেন, ‘‘আশা করি, এই সুযোগ হাতছাড়া করব না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement