লক্ষ্য: কেরল ব্লাস্টার্স ম্যাচের মহড়ায় মগ্ন সন্দেশরা। টুইটার
আইএসএল উদ্বোধনী ম্যাচে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হওয়ার আটচল্লিশ ঘণ্টা আগে বদলে গেল এটিকে-মোহনবাগানের প্রস্তুতির ধরন। রয় কৃষ্ণ, সন্দেশ জিঙ্ঘানদের তরতাজা রাখতে বুধবার থেকে হাল্কা অনুশীলন শুরু করে দিলেন আন্তোনিয়ো লোপেস হাবাস।
স্পেনীয় কোচ এ বার প্রথম দিন থেকেই রক্ষণ সংগঠন ও সেট পিসের উপরে বাড়তি জোর দিয়েছেন। দীর্ঘ লিগে যে-হেতু ফুটবলারদের চোট-আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, তাই একই বিভাগে একাধিক ফুটবলার নিয়েছেন। সকলকেই ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়ে দেখে নিয়েছেন। সবুজ-মেরুন অন্দরমহলের খবর, বুধবার থেকে তাঁর ভাবনায় শুধুই কেরল। গত মরসুমে উদ্বোধনী ম্যাচে এই কেরলের বিরুদ্ধে হেরে গিয়েছিল এটিকে। সেই যন্ত্রণা এখনও সম্ভবত ভুলতে পারেননি হাবাস। এই কারণেই এ বার আইএসএলে অভিযান শুরু করার আগে প্রস্তুতি ম্যাচ বাতিল করে দিয়েছেন তিনি। অনুশীলন করাচ্ছেন কালো কাপড় দিয়ে ঢাকা মাঠে। কেরল ম্যাচের আগে যে ন্যূনতম ঝুকিও নিতে চান না, তা বুধবারের অনুশীলন থেকেই স্পষ্ট। জানা গিয়েছে, এ দিন খুব কম সময়ের জন্য ম্যাচ প্র্যাক্টিস করিয়েছেন তিনি। খেলা শুরু হওয়ার আগে ফুটবলারদের স্পষ্ট বলে দিয়েছিলেন, কেউ যেন কড়া ট্যাকল না করেন। সূত্রের খবর আজ, বৃহস্পতিবার আরও হাল্কা অনুশীলন হবে। সবুজ-মেরুন শিবিরের কেউ কেউ বললেন, ‘‘হাবাস এমনিতে প্রচণ্ড কড়া অনুশীলন করান। কিন্তু ম্যাচের দু’দিন আগে থেকে হাল্কা অনুশীলন করান। দেখে নেন, রণনীতি অনুযায়ী সকলে ঠিক মতো খেলতে পারছে কি না।’’
সপ্তম আইএসএলের উদ্বোধনী ম্যাচে এটিকে-মোহনবাগানের স্পেনীয় কোচের রণনীতি কী হবে তা নিয়ে অবশ্য ধোঁয়াশা থেকেই গিয়েছে। কখনও হাবাস দলকে খেলাচ্ছেন ৪-৪-২ ছকে। কখনও আবার তিন ডিফেন্ডারে। ওয়াকিবহাল মহলের কারও কারও মতে, শুক্রবার কিবু ভিকুনার কেরলের বিরুদ্ধে ৪-৪-২ ছকেই শুরু করার সম্ভাবনা বেশি রয় কৃষ্ণদের।