Ansumana Kromah

Ansumana Kromah: কলকাতা লিগের আগে হঠাৎ দিল্লি গেলেন ক্রোমা, কেন

দিল্লি থেকে ফিরে কলকাতা লিগে পিয়ারলেস দলে খেলবেন লাইবেরিয়ান এই স্ট্রাইকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ১২:৪৯
Share:

আনসুমানা ক্রোমা ফেসবুক

আসন্ন দিল্লি লিগের জন্য গাড়োয়াল হিরোজ এফসিতে সই করলেন আনসুমানা ক্রোমা। সোমবার থেকে শুরু হচ্ছে দিল্লি লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা। তার আগে শনিবার সকালেই দিল্লি পৌঁছে গেলেন এই তারকা স্ট্রাইকার।

Advertisement

শনিবার সকালে ফেসবুক স্টোরিতে ক্রোমা লেখেন, ‘আমি দ্রুত ফিরে আসব। একমাত্র ভগবান জানেন আমি কোথায় যাচ্ছি’।

দিল্লি পৌঁছে আনন্দবাজার অনলাইনকে ক্রোমা বলেন, ‘‘করোনার জন্য আমি এতদিন খেলার সুযোগ পাইনি। কলকাতা লিগের আগে খেলার একটা সুযোগ পেয়ে তা ছাড়তে চাইনি।’’

Advertisement

দিল্লি থেকে ফিরে কলকাতা লিগে পিয়ারলেস দলের হয়ে খেলবেন লাইবেরিয়ান এই স্ট্রাইকার। গত মরশুমে কলকাতা লিগ অনুষ্ঠিত না হলেও তার আগের মরশুমে পিয়ারলেসকে চ্যাম্পিয়ন করেছিলেন ক্রোমা।

এ মরশুমেও পিয়ারলেসে থাকছেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানে খেলা এই বিদেশি স্ট্রাইকার। কলকাতা লিগের আগে দিল্লির দ্বিতীয় ডিভিশন লিগকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ক্রোমা।

ক্রোমার ফেসবুক স্টোরি ফেসবুক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement