ডোপের ফাঁসে আরও ৪৫

অলিম্পিক্সের সঙ্গে ডোপের যোগসূত্র ক্রমশ বাড়ছে। বেজিং এবং লন্ডন— গত দু’বারের অলিম্পিক্সে নেওয়া স্যাম্পল নতুন করে পরীক্ষা করার পরে ধরা পড়লেন আরও পঁয়তাল্লিশ অ্যাথলিট। যাঁদের তেইশ জন পদকজয়ী! এ দিন এই ঘোষণা করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

Advertisement
লন্ডন শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৬ ০৪:৩৯
Share:

অলিম্পিক্সের সঙ্গে ডোপের যোগসূত্র ক্রমশ বাড়ছে। বেজিং এবং লন্ডন— গত দু’বারের অলিম্পিক্সে নেওয়া স্যাম্পল নতুন করে পরীক্ষা করার পরে ধরা পড়লেন আরও পঁয়তাল্লিশ অ্যাথলিট। যাঁদের তেইশ জন পদকজয়ী! এ দিন এই ঘোষণা করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। বেজিং এবং লন্ডন অলিম্পিক্সের স্যাম্পল নতুন করে পরীক্ষা হওয়ার পর থেকে এই নিয়ে ধরা পড়লেন ৯৮ জন অ্যাথলিট। নতুন পঁয়তাল্লিশের মধ্যে তিরিশ জন বেজিংয়ের। বাকি পনেরো জন লন্ডনে ডোপ করেন। যদিও অ্যাথলিটদের নাম বা তাঁরা কোন দেশের, সে সব কিছু জানায়নি আইওসি।

Advertisement

আইওসি অ্যাথলিটদের স্যাম্পল দশ বছর সুরক্ষিত রাখে। যাতে ডোপ পরীক্ষার পদ্ধতি আরও উন্নত হলে নতুন করে সে সব স্যাম্পলের পরীক্ষা করা যেতে পারে। যার জন্য তখনকার মতো পার পেয়ে গেলেও বহু বছর পরেও ধরা পড়ে যান ডোপ করা অ্যাথলিটরা। এ বার নতুন পরীক্ষার লক্ষ্যে ছিলেন সে সব অ্যাথলিটরা যাঁরা রিও গেমসে নামতে চলেছেন। যাঁদের মধ্যে রয়েছেন পদকজয়ীরাও। আইওসির ঘোষণা, ‘‘ডোপ পরীক্ষায় ধরা পড়া কোনও অ্যাথলিটই রিওয় নামতে পারবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement