আইপিএল নিয়ে আশাবাদী লক্ষ্মণ-কুম্বলে।
চলতি বছরে আইপিএল হওয়ার আশা ছাড়ছেন না অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষ্মণ। জাতীয় দলের দুই প্রাক্তন তারকা ফাঁকা গ্যালারিতেও আইপিএল আয়োজনের পক্ষপাতী।
একটি স্পোর্টস চ্যানেলের অনুষ্ঠানে প্রাক্তন জাতীয় অধিনায়ক ও আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের কোচ কুম্বলে বলেছেন, “হ্যাঁ, আমরা আশাবাদী যে আইপিএল হবে এই বছরে। তবে তার জন্য সূচির ভিতরে আইপিএলের জায়গা করতে হবে। আমরা যদি স্টেডিয়াম ফাঁকা রেখে খেলতে পারি তিন বা চার ভেন্যুতে, তবে আইপিএলের সম্ভাবনা রয়েছে। আমরা সবাই আশা নিয়ে তাকিয়ে রয়েছি ভবিষ্যতের দিকে।”
আরও পড়ুন: ‘ওদের সঙ্গে নিজের মিল খুঁজে পাই’
আরও পড়ুন: দলে তিন ভারতীয়, নেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কেউ! দশকের সেরা ওয়ানডে দল বেছে চমকে দিলেন ইয়ান বিশপ
জাতীয় দলের প্রাক্তন মিডল অর্ডার ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ বলছেন, “হ্যাঁ, এই বছর আইপিএল হতেই পারে। একটা ভেন্যু বেছে নিতে হবে। যাতে তিন-চারটে মাঠ রয়েছে। যদি তেমন ভেন্যু পাওয়া যায়, তা হলে সুবিধা। কারণ যাতায়াত একটা বড় সমস্যা। বিমানবন্দরে কী হবে তা কেউ জানে না। আমি নিশ্চিত যে বিসিসিআই ও আইপিএলের সঙ্গে জড়িতরা এটা নিয়ে ভাববেন।”