IPL 2021

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন কলকাতা নাইট রাইডার্সের ‘দ্রে রাস’

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে নরেন্দ্র মোদীর জন্য ধন্যবাদ বার্তা এসেই চলেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০২১ ১৮:৩১
Share:

আন্দ্রে রাসেল ফাইল ছবি

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে নরেন্দ্র মোদীর জন্য ধন্যবাদ বার্তা এসেই চলেছে। ভিভিয়ান রিচার্ডস, জিমি অ্যাডামসের পর এবার আন্দ্রে রাসেল। জামাইকায় করোনার টিকা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্য তাঁকে ধন্যবাদ জানালেন রাসেল।

Advertisement

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের এই ক্রিকেটার টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে মোদীকে ধন্যবাদ জানিয়ে ‘দ্রে রাস’ লেখেন, ‘‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের দেশে টিকা এসে পৌঁছেছে। আমরা উত্তেজনায় ফুটছি। গোটা বিশ্বকে আবার স্বাভাবিক অবস্থায় দেখতে চাই। এখন ভারত আর জামাইকা ভাই। জামাইকার মানুষ খুব খুশি।’’

গত ৮ মার্চ ‘ভ্যাকসিন মৈত্রী’ প্রকল্পে ৫০ হাজার করোনাভাইরাসের টিকা ভারত থেকে জামাইকায় পৌঁছয়। তখনই রিচার্ডস, রিচি রিচার্ডসন, জিমি অ্যাডামস, রামনরেশ সারওয়ানরা ধন্যবাদ জানিয়েছিলেন মোদীকে। জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেসও ধন্যবাদ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement