Alexander Zverev

Alexander Zverev: লাঠি হাতে উঠে দাঁড়িয়ে ‘আসল চিকিৎসার’ অপেক্ষায় জেরেভ

প্যারিসে প্রাথমিক চিকিৎসা করিয়ে দেশে ফিরছেন জেরেভ। তাঁর ডান গোড়ালির দু’টি লিগামেন্টই ছিঁড়ে গিয়েছে। জার্মানিতেই চলবে সুস্থ হওয়ার প্রক্রিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২২ ১২:৪৯
Share:

জেরেভের চোট পাওয়ার সেই মুহূর্ত। ছবি: টুইটার

দু’হাতে ক্রাচ। ডান পায়ে প্লাস্টার। শরীরী ভাষায় ফিরে আসার প্রত্যয়। চার্টার্ড বিমানের সামনে দাঁড়িয়ে প্যারিসকে বিদায় জানালেন আলেকজান্ডার জেরেভ। মুখে হাসি থাকলেও তাতে স্পষ্ট কষ্টের ছাপ। স্বপ্ন ভঙ্গের হতাশা। অনিশ্চয়তাকে সঙ্গী করেই দেশে ফিরছেন আলেকজান্ডার জেরেভ।

Advertisement

কোর্টে ফিরতে ঠিক কত দিন লাগবে জানেন না। ফরাসি ওপেনের সেমিফাইনালে রাফায়েল নাদালের বিরুদ্ধে খেলার সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান জেরেভ। তখনই বোঝা গিয়েছিল তাঁর চোট গুরুতর। ঠিক কেমন চোট লেগেছে, তা নিজেই জানালেন জার্মানির টেনিস খেলোয়াড়।

জেরেভ জানিয়েছেন, তাঁর ডান পায়ের গোড়ালির দু’টি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। প্যারিসের চিকিৎসকরা পরীক্ষা করে এমনই রিপোর্ট দিয়েছেন। উল্লেখ্য, মানুষের গোড়ালিতে দু’টো লিগামেন্ট থাকে। একটা ডেল্টয়েড। অন্যটা ল্যাটারাল। জেরেভ চিকিৎসার জন্য দেশে ফিরছেন। জার্মানিতেই হবে তাঁর বাকি চিকিৎসা। জেরেভ বলেছেন, ‘‘সোমবার বাড়ি ফিরব। তার পর আসল চিকিৎসা শুরু হবে।’’

Advertisement

টেনিস জীবনে আগে এত বড় চোট পাননি জেরেভ। ফরাসি ওপেনের কোর্টেই যন্ত্রণায় কাতরাতে থাকেন। হুইল চেয়ারে কোর্ট ছাড়লেও পরে ক্রাচ নিয়ে ফিরে আসেন। চেয়ার আম্পায়ারের সঙ্গে করমর্দন করেন। তাঁকে জড়িয়ে ধরেন নাদাল। দর্শকরা উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান জেরেভকে।

এই সময় যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছেন বা সাহস দিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন জেরেভ। প্যারিস ছাড়ার আগে তিনি বলেছেন, ‘‘বহু মানুষের কাছ থেকে বার্তা পেয়েছি। গোটা বিশ্বের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যাঁরা আমার এই কঠিন সময়ে পাশে থেকেছেন। এই মুহূর্তে আপনাদের বার্তা আমার কাছে অনেক কিছু। যাঁরা আমাকে যত্নে রেখেছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আপনাদের সময়ে সময়ে পরিস্থিতি সম্পর্কে জানাব। আশা করি রোলঁ গারোজে আবার আমাদের দেখা হবে।’’

জেরেভের কোর্টে ফিরতে বেশ কয়েক সপ্তাহ লাগবে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন ফ্রান্সের চিকিৎসকরা। জার্মানিতে আরও পরীক্ষার পরেই বোঝা যাবে তাঁর কী ধরনের চিকিৎসা প্রয়োজন। কত দিন পর আবার শুরু করতে পারবেন অনুশীলন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement