ঐশ্বরি তোমার টুইটার
শ্যুটিং থেকে টোকিয়ো অলিম্পিক্সে কোনও পদক আসেনি। সেই হতাশা ঝেড়ে ফেলে নতুন ভাবে ঘুরে দাঁড়াচ্ছে ভারতের শ্যুটাররা। জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে মনু ভাকের তিনটি সোনা জেতার পর এ বার বিশ্বরেকর্ড গড়লেন ঐশ্বরি তোমার। দেশের হয়ে অষ্টম সোনা জিতলেন তিনি।
৫০ মিটার রাইফেল থ্রি পজিশন বিভাগে সোনা জেতেন ঐশ্বরি। যোগ্যতা নির্ণায়ক পর্বে ১১৮৫ পয়েন্ট পেয়ে প্রথম হন তিনি।
সেখানে থেমে না থেকে ফাইনালে বিশ্বরেকর্ড গড়েন ঐশ্বরি। ফাইনালে ৪৬৩.৪ স্কোর করে সোনা জেতেন বছর কুড়ির এই শ্যুটার। রুপো জেতা ফরাসী শ্যুটার লুকাস ক্রেজকে প্রায় সাত পয়েন্টে হারান ঐশ্বরি।
সোমবার দেশকে প্রথম সোনা এনে দেন নামিয়া কপূর। মেয়েদের ২৫ মিটার পিস্তল বিভাগে মনু ভাকেরকে হারান নামিয়া। ওই বিভাগে ব্রোঞ্জ জেতেন ভাকের।