Yuvraj Singh

Yuvraj Singh: বাঘ-সিংহের সঙ্গে দড়ি টানাটানি যুবরাজের, ভিডিয়ো ভাইরাল নেটমাধ্যমে

দুবাইয়ের ফেম পার্কে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে লাইগারের সঙ্গে দড়ি টানাটানি খেলতে দেখা যায় যুবরাজকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২১ ১৮:৩১
Share:

যুবরাজ সিংহ ফাইল চিত্র

বন্য পশুদের সঙ্গে অন্য খেলায় মেতেছেন যুবরাজ সিংহ। ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার খেলছেন লাইগারের (বাঘ ও সিংহের শংকর প্রজাতি) সঙ্গে, আবার কখনও গলায় পেঁচিয়ে নিচ্ছেন বিশাল পাইথন। এদের সঙ্গে ছবিও তুলছেন যুবি।

Advertisement

আসলে দুবাইয়ের ফেম পার্কে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে লাইগারের সঙ্গে দড়ি টানাটানি খেলতে দেখা যায় যুবরাজকে। সুরক্ষা নিশ্চিত করার জন্য মাঝে কাচের দেওয়াল ছিল। এই ভিডিয়ো নেটমাধ্যমে শেয়ার করেছেন যুবি। তিনি লেখেন, ‘টাইগারের সঙ্গে লাইগারের লড়াই। শেষ পর্যন্ত কে জিতল তা আপনারা সকলেই জানেন। ভয় কাটিয়ে জঙ্গলের মধ্যে দারুণ সময় কাটালাম।’

এরপর প্রাক্তন ক্রিকেটার নিজের গলায় পেঁচিয়ে নেন বিশাল পাইথন। হাতে করে পাখিদের খাইয়ে দেন। ভাল্লুকের সঙ্গেও খেলতে দেখা যায় যুবরাজকে।

Advertisement

ভিডিয়ো আপলোড করার সময় যুবরাজ আরও লেখেন, ‘ফেম পার্কে সমস্ত জীব জন্তুদের দারুণ খেয়াল রাখা হয়। ওদের প্রশিক্ষকরাও সুশিক্ষিত।’ যুবরাজের দেওয়া এই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement