আই লিগে খেলার জন্য তিনটি দরপত্র জমা পড়ল ফেডারেশনে। ১৫ সেপ্টেম্বর কোন দলটিকে নেওয়া হবে তা জানা যাবে বিড কমিটির সভার পর। বেঙ্গালুরুর ওজন এফ সি, কোচির গোকুলম এবং রাজস্থানের একটি কোম্পানি তাদের কাগজপত্র জমা দিল। বেঙ্গালুরু এফসি এবং ডি এস কে শিবাজিয়ান্সের জায়গায় দুটো নতুন দল নেওয়া হবে আই লিগে। যুব বিশ্বকাপে খেলা অনূর্ধ্ব ১৭ দলটিকে ধারাবাহিক রাখতে খেলানো হবে আই লিগে। সিদ্ধান্ত নিয়েছে আই লিগের টেকনিক্যাল কমিটি। ফলে দরপত্র জমা দেওয়া তিনটি দলের মধ্যে একটি দল নেওয়া হবে ১০ দলের আই লিগে।
এ দিকে, এএফসি এশিয়ান কাপ যোগ্যতানির্ণায়ক গ্রুপ লিগের ম্যাকাওয়ের সঙ্গে ভারতের ফিরতি ম্যাচ একদিন পিছিয়ে গেল। বেঙ্গালুরুতে ১০ অক্টোবরের পরিবর্তে তা হবে ১১ তারিখ। ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেটের টি টোয়েন্টি ম্যাচের জেরেই এই পরিবর্তন বলে জানা গিয়েছে।
এ দিকে, আই লিগ নিজেদের মাঠে খেলতে উদ্যোগী হল ইস্টবেঙ্গল। জানা গিয়েছে, সম্প্রতি আই লিগের ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলার জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দেন ইস্টবেঙ্গল কর্তারা। যেখানে তাঁরা জানিয়েছেন, আই লিগের ম্যাচ নৈশালোকে আয়োজন করার জন্য মাঠে ফ্লাডলাইট বসানোর কাজ চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই নিজেদের মাঠে ফ্লাডলাইট বসানোর অনুমতি পেয়েছিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল কর্তারা আশাবাদী ঘরের মাঠে আই লিগ হওয়া নিয়ে।