আই লিগের ক্লাব চেয়ে বিজ্ঞাপন ফেডারেশনের

আইএসএলের মতোই দশ দলের লিগ করতে চায় ফেডারেশন। দুটি দল নিলে কেরলের একটি নতুন ক্লাব ও বেঙ্গালুরুর ওজন এফ সি-কে নেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ০৪:২২
Share:

আই লিগের নতুন দল নেওয়ার জন্য বিজ্ঞাপন দিতে চলেছে ফেডারেশন। শুক্রবারের মধ্যেই তা প্রকাশিত হবে। ক’টি দল নেওয়া হবে তা অবশ্য বিজ্ঞাপনে বলা হবে না। কারণ বেঙ্গালুরু এ এফ সি-র বদলে একটি টিম নেওয়া হবে নিশ্চিত। কিন্তু আই লিগের সভায় যোগ দিলেও ডি এস কে শিবাজিয়ান্স আদৌ এ বার টিম নামাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে ফেডারেশনের অন্দরেই।

Advertisement

আইএসএলের মতোই দশ দলের লিগ করতে চায় ফেডারেশন। দুটি দল নিলে কেরলের একটি নতুন ক্লাব ও বেঙ্গালুরুর ওজন এফ সি-কে নেওয়া হবে। একটি নেওয়া হলে তিরুবনন্তপুরমের টিমই সুযোগ পাবে। এ দিকে দু’টো লিগ পাশাপাশি হওয়ায় অনেক ম্যাচ কমিশনার লাগবে। প্রচুর আবেদন জমা পড়েছে। তার মধ্য থেকে জনা পঞ্চাশকে বাছা হয়েছে। এঁদের মধ্যে পঁচিশজনকে নিয়ে আজ থেকে কলকাতায় তিন দিনের শিবির শুরু হচ্ছে। এই শিবিরে যোগ দিতে এসে আই লিগের চিফ এক্সিকিউটিভ অফিসার সুনন্দ ধর মোহনবাগান মাঠও দেখতে আসবেন আজ বুধবার। মোহনবাগান কর্তারা নিজেদের মাঠে আই লিগের কিছু ম্যাচ খেলতে চাইছেন এ বার। ফ্লাড লাইট চালু আছে। ইতিমধ্যেই বাকেট চেয়ার বসানো হয়েছে গ্যালারিতে। প্রেসবক্সও তৈরি। মাঠের টার্ফও সংস্কার করা হয়েছে। আই লিগের ম্যাচ সংগঠন করতে হলে আর কী কী চাই, সেটা সুনন্দর কাছে জানতে চাইবেন ক্লাব কর্তারা। রাজ্য সরকারের দেওয়া টাকা রয়েছে হাতে। সেনাবাহিনীর অনুমোদনও মিলেছে। প্রয়োজন শুধু ফেডারেশনের পরামর্শ।

আরও পড়ুন: নীরজ, স্বপ্নারা ছাড়া চমক নেই ভারতের

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement