দু’শো গোল করার উচ্ছ্বাসে জার্সি খুলে ফেলেছিলেন বলে ইস্টবেঙ্গল তারকা র্যান্টি মার্টিন্সের কুড়ি হাজার টাকা জরিমানা করল ফেডারেশন।
শিলং লাজং ম্যাচ শেষে ম্যাচ কমিশনারের কাছে গিয়ে রেফারিং নিয়ে প্রতিবাদ করেছিলেন বলে মোহনবাগান কোচ সঞ্জয় সেনের দশ হাজার টাকা জরিমানা হয়েছে। বাধ্যতামূলক সাংবাদিক সম্মেলনে যাননি বলে আরও দশ হাজার।
শুক্রবারই কলকাতায় ডেম্পো কোচ ট্রেভর মর্গ্যান ম্যাচের আগে নিয়মমাফিক সাংবাদিক সম্মেলন করেননি বলে তাঁরও জরিমানা হতে চলেছে বলে খবর।
এটা ফেডারেশনের একটা মুখ।
অন্য মুখটা কেমন?
লাইসেন্স নেই বলে সুভাষ-সুব্রতদের কোচিং করানোর ছাড়পত্র দেয়নি ফেডারেশন। অথচ স্পোর্টিং ক্লুবের রিজার্ভ বেঞ্চে কোনও না কোনও ছুঁতোয় বসছেন ক্লিফোর্ড চুকুয়ামা। কোচিং লাইসেন্স ছাড়াই। মাঠে নেমে কোচিংও করাচ্ছেন। অথচ তাঁর কোনও শাস্তি নেই।
আজ আরও বড় কেলেঙ্কারি হল পুণেতে! সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাগান এবং পুণে এফসি কোচ-ক্যাপ্টেনের যৌথ সাংবাদিক সম্মেলন হলই না। যা করা ফেডারেশনের নিয়মে বাধ্যতামূলক। বিপণনের ক্ষতি তো হলই। ঘটনাটাও নজিরবিহীন।
ম্যাচের সংগঠক হিসেবে পুণে এফসি-র কি শাস্তি হবে? ফেডারেশনের সিইও সুনন্দ ধর বলে দিলেন, ‘‘ওরা বলছে সন্ধেয় বালেওয়াড়ি স্টেডিয়ামে এ দিন অন্য ম্যাচ থাকায় কোনও সাংবাদিক বিকেলে আসতে চাননি। তবু চিঠি দিচ্ছি পুণে এফসি-কে।’’
ফেড কাপ তুলে দিয়ে ভারতীয় ফুটবলের কফিনে আরও একটা পেরেক পুঁতে দিয়েছেন ফেডারেশন কর্তারা। পরিস্থতি যা তাতে ক্লাবগুলোকে মাত্র একটা টুর্নামেন্ট আই লিগের জন্য বারো-তেরো কোটি টাকা খরচ করতে হবে টিমের পিছনে! স্টিভন কনস্ট্যানটাইন আজ আছেন কাল নেই, কিন্ত তাঁর পরামর্শে ঐতিহ্যের ফেড কাপ তুলে দেওয়াটা শুধু অন্যায় নয়, তুঘলকী আচরণের মতোই। চ্যাম্পিয়ন ক্লাব অফ ইন্ডিয়া-র ট্রফি তুলে দেওয়ার জন্য যুক্তি দেওয়া হচ্ছে আই লিগ-টু বড় আকারে করা হবে। যুক্তি শুনে হাসছেন ক্লাবের কোচেরা। বলছেন, ‘‘আই লিগ ওয়ানেরই যেখানে এই অবস্থা সেখানে আবার আই লিগ টু!’’ আই লিগ টু-তে যে দলগুলো এ বার খেলল তাদের অবস্থা কীরকম করুণ ছিল তা কি জেনেছেন ফেডারেশন কর্তারা? শিলিগুড়িতে সকাল-দুপুর-বিকেল খেলতে হয়েছে ক্লাবগুলোকে।
বেঙ্গালুরু এফসি এ দিন এখানে ভারত এফসি-কে ২-০ হারানোর পর বাগানকে পয়েন্টে ছুঁয়ে ফেলল। দু’দলেরই পয়েন্ট ২৮। বাগান অবশ্য দু’টো ম্যাচ কম খেলেছে। সেই ম্যাচ দেখতে দেখতে সঞ্জয় সেন বললেন, ‘‘আমি অসুস্থ ছিলাম। তাই সহকারীকে পাঠিয়েছিলাম। সে জন্য জরিমানা হল। অথচ আজ সাংবাদিক সম্মেলনই হল না। এ বার কী হবে।’’ তাঁকে কে বোঝাবে এ দেশের ফুটবল ফেডারেশন নিজেদের তৈরি আইন নিজেরাই ভাঙে!