হকি লিগ জয়ে রিওর স্বপ্ন বেড়েছে, একমত জাতীয় অধিনায়ক-কোচ

ফাইনালে প্রতিপক্ষকে হাফ ডজন গোল দিয়ে হকি ইন্ডিয়া লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরের দিনও পঞ্জাব ওয়ারিয়র্স অধিনায়কের গলায় শুধুই রিও অলিম্পিক্স! একই কথা তাঁর কোচর মুখেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২৭
Share:

ফাইনালে প্রতিপক্ষকে হাফ ডজন গোল দিয়ে হকি ইন্ডিয়া লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরের দিনও পঞ্জাব ওয়ারিয়র্স অধিনায়কের গলায় শুধুই রিও অলিম্পিক্স! একই কথা তাঁর কোচর মুখেও।

Advertisement

হবে না-ই বা কেন? তাঁরা দু’জন যে সর্দার সিংহ আর রোলান্ট অল্টমান্স! ভারতীয় হকি দলের অধিনায়ক আর জাতীয় দলের হেড কোচ।

সোমবার দিল্লি ফিরে অল্টমান্স আনন্দবাজারকে বললেন, ‘‘হকি ইন্ডিয়া লিগ আমাদের রিওতে ভাল খেলার স্বপ্নকে আরও জাগিয়ে দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্টের দলগুলো বেশির ভাগ ভারতীয় আর অস্ট্রেলীয় প্লেয়ারে ভর্তি ছিল। ভারত আর অস্ট্রেলিয়ার হকি স্টাইল অনেকটা একই ধরনের হওয়ায় আমাদের জন্য রিও অলিম্পিক্সের প্রস্তুতি হকি ইন্ডিয়া লিগে খুব ভাল ভাবে হয়ে গেল। আমাদের ছেলেরা এই টুর্নামেন্টে তাদের সেরাটা দিয়ে অস্ট্রেলিয়ানদের পাশে চুটিয়ে খেলে গিয়েছে। অনেক কিছু শিখেছে।” কোচের দাবি, এই লিগ থেকে অলিম্পিকের দলও ঠিক করে ফেলেছেন তিনি।

Advertisement

সর্দার আবার হকি ইন্ডিয়া লিগের ট্রফি নিজের হাতে ধরতে পারাকে অন্য ভাবে দেখছেন। সম্প্রতি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর এটাই জাতীয় হকি অধিনায়কের প্রথম টুর্নামেন্ট ছিল। সর্দার বলছিলেন, ‘‘ওটা আমার ব্যক্তিগত সমস্যা। আমার আইনজীবী হাইকোর্টে আপিল করেছেন। কিন্তু যারা ভেবেছিল এই অভিযোগে সর্দারকে নড়িয়ে দেওয়া যাবে, তারা মূর্খের জগতে বাস করছে। আমার মানসিকতায় সামান্য বিঘ্ন ঘটলেও সেই সব বাধা আমি টপকে গিয়েছি। তারই প্রমাণ আমার টিমের হকি ইন্ডিয়া লিগ জয়। নিজের সেরা ফর্ম আর কন্ডিশনে আমি আবার পৌঁছেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement