সচিন তেন্ডুলকর এবং শাহিদ আফ্রিদি।
কিছু দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। শুক্রবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে সচিন তেন্ডুলকরকে। টুইট করে জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। তাঁর সুস্থতা কামনা করে টুইট করলেন শাহিদ আফ্রিদি।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক টুইট করে লেখেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো কিংবদন্তি। কোনও সন্দেহ নেই তুমি শক্তিশালী হয়ে ফিরে আসবে। আশা করি খুব কম দিনের জন্য হাসপাতালে থাকবে তুমি, আরও কম দিনে স্বাভাবিক হয়ে উঠবে’। ক্রিকেট জীবনে বহুবার মুখোমুখি হয়েছেন ২ দেশের ২ মহারথী।
বিশ্ব পথ সুরক্ষা সিরিজে খেলেছিলেন সচিন। সেখান থেকে ফেরার পর করোনা আক্রান্ত হন তিনি। সেই সিরিজে খেলা ইরফান পাঠান, ইউসুফ পাঠান এবং বদ্রিনাথও করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাঁরা আপাতত বাড়িতেই রয়েছেন। শুক্রবার হাসপাতালে ভর্তি হন সচিন।
আফ্রিদি বরাবরই সচিন ভক্ত। ভারতীয় তারকার থেকে ব্যাটও উপহার পেয়েছিলেন তিনি। সেই ব্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪০ বলে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন। সচিনের হাসপাতাল ভর্তি হওয়ার খবর পেয়ে টুইট করেন পাকিস্তানি অলরাউন্ডার।