জার্মানি যাচ্ছে যুব দল

রবীন্দ্র সরোবর পেয়েও নিচ্ছে না ফেডারেশন

রবীন্দ্র সরোবর স্টেডিয়াম নেওয়ার কোনও পরিকল্পনা নেই ফেডারেশনের! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতিও পূরণ হচ্ছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০১৫ ০৪:১২
Share:

রবীন্দ্র সরোবর স্টেডিয়াম নেওয়ার কোনও পরিকল্পনা নেই ফেডারেশনের! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতিও পূরণ হচ্ছে না।

Advertisement

গত বছর রাজ্য সরকারের দেওয়া আটলেটিকো দে কলকাতার সংবর্ধনায় এসেছিলেন ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল। সেখানে মুখ্যমন্ত্রীকে তিনি অনুরোধ করেছিলেন, ‘‘আমরা রবীন্দ্র সরোবর নিতে চাই। টাকা ঢেলে সংস্কার করে স্টেডিয়ামকে সাজিয়ে নেব।’’ মমতা তখনই তাতে সম্মতি দিয়ে দেন। অনুষ্ঠান মঞ্চ থেকেই আবেদনের চিঠি পাঠাতে বলেন ফেডারেশনকে। কিন্তু বছর ঘুরে গেলেও আজ পর্যন্ত সেই চিঠি দিল্লির ফুটবল হাউস থেকে রাজ্য সরকারের কাছে আসেনি। বৃহস্পতিবার দিল্লি থেকে ফোনে ফেডারেশন সচিব কুশল দাস তাতে আরও জলও ঢেলে দিলেন। ‘‘রবীন্দ্র সরোবরের ব্যাপারে কিছু জানি না। ওই স্টেডিয়াম নেওয়ার কোনও পরিকল্পনা আমাদের নেই।’’ যা থেকে পরিষ্কার, রাজনীতির লোক প্রফুল্ল হয়তো সস্তা হাততালি কুড়োতে সেদিন ওই প্রস্তাব দেন মুখ্যমন্ত্রীকে।

এ দিকে, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের খেলা যে সব রাজ্যে হবে সেই সব রাজ্য সংস্থা ম্যাচ সংগঠন করা নিয়ে কতটা দক্ষ তার পরীক্ষা নেবে ফেডারেশন। বিশ্বকাপে যে ভারতীয় দল খেলবে তাদের পাঠানো হচ্ছে জার্মানিতে। কোচ নিকোলাই অ্যাডাম জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে দল নিয়ে যাবেন বিশ্বচ্যাম্পিয়নদের দেশে। ওই যুব দলই অনূর্ধ্ব-১৬ এএফসি কাপ যোগ্যতা নির্ণায়ক ম্যাচ খেলবে। ফেডারেশন সচিব বললেন, ‘‘এই টিমটাকেই তৈরি করা হচ্ছে ২০১৭ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement