১৮ বছরের অপেক্ষা। শেষ পর্যন্ত ১০১এ পৌঁছলো ভারতীয় ফুটবল। ২৩৩ থেকে ভারতের পয়েন্ট এই মুহূর্তে ৩৩১। স্টিফেন কনস্টানটাইনের হাত ধরে ভারতীয় ফুটবল আবার ছন্দে ফিরেছে। নিয়মিত জয়ের মুখ দেখছেন সুনীল ছেত্রীরা। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে দারুণভাবে সফল ভারত। যার ফল র্যাঙ্কিংয়ের এই উত্থান। ভারতের সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল ৯৪। সেটা ১৯৯৬এর ঘটনা।
আওরও খবর: অন্য যুবরাজ! নিজের উইকেট না নিতে পারায় বোলারকেই দিলেন সান্ত্বনা! দেখুন ভিডিও
বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান দখলে রেখেছে ব্রাজিল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে আর্জেন্তিনা ও জার্মানি। চারে চিলে। পাঁচে কলোম্বিয়া। এর পর রয়েছে ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, সুইজারল্যান্ড ও স্পেন। বাংলাদেশ রয়েছে ১৯৩ নম্বরে।