রশিদ খান ফাইল চিত্র।
স্থির থাকতে পারছেন না রশিদ খান। জ্বলছে তাঁর দেশ। আরও একবার কাতর অনুনয় করলেন আফগানিস্তানের এই লেগ স্পিনার।
বৃহস্পতিবার তিনি টুইট করে লেখেন, ‘আবার কাবুলে রক্ত ঝরছে। আফগানদের হত্যা করা বন্ধ করুন।’
বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে পরপর দুটি বিস্ফোরণ হয়। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে শিশু-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। এক তালিবান মুখপাত্র জানিয়েছেন, অন্তত ৫২ জন আহত হয়েছেন এই দুই বিস্ফোরণে। মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
দেশের এই পরিস্থিতি দেখে কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছেন না রশিদ। এক সপ্তাহ আগেও আফগানিস্তানের জ্বলন্ত পরিস্থিতি নিয়ে টুইট করেছিলেন তিনি। তখন তিনি ইংল্যান্ডে ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় খেলছিলেন। টুইটারে লিখেছিলেন, ‘আজ আমরা একটু ভাবি। দেশের সঠিক মূল্য দিই। ত্যাগগুলো যেন আমরা ভুলে না যাই। শান্তিপূর্ণ, উন্নত দেশের জন্য প্রার্থনা করি।’
শান্ত হওয়া তো দূরের কথা, তালিবার অভ্যুত্থানের পর আফগানিস্তানের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে।