SC East Bengal

SC East Bengal: স্বস্তি ইস্টবেঙ্গলে, দলবদলে নিষেধাজ্ঞা উঠে গেল, শুক্রবার থেকেই হতে পারে ফুটবলার সই

তিন ফুটবলার পিন্টু মাহাতো, রক্ষিত দাগার ও আভাস থাপার ১২ লক্ষ টাকা বাকি ছিল। সেই টাকা বৃহস্পতিবার মিটিয়ে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৯:৪৭
Share:

ইস্টবেঙ্গলে খুশির খবর। ফাইল ছবি

আরও স্বস্তি ইস্টবেঙ্গলে। দলবদলে তাদের উপর যে নিষেধাজ্ঞা ছিল, তা উঠে গেল। ফলে ফুটবলার সই করাতে আর কোনও বাধা রইল না এসসি ইস্টবেঙ্গলের। সম্ভবত শুক্রবার থেকেই তারা ফুটবলার সই করাবে।

Advertisement

তিন ফুটবলার পিন্টু মাহাতো, রক্ষিত দাগার ও আভাস থাপার ১২ লক্ষ টাকা বাকি ছিল। সেই টাকা বৃহস্পতিবার মিটিয়ে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল।

গত মরসুমের পারিশ্রমিক বাবদ টাকা বাকি ছিল, এই অভিযোগ করে পিন্টু, রক্ষিত এবং আভাস সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে এআইএফএফ দল বদলে ইস্টবেঙ্গলের উপর নিষেধাজ্ঞা জারি করে। বলা হয়, বকেটা টাকা না মেটানো পর্যন্ত এসসি ইস্টবেঙ্গল নতুন করে কাউকে সই করাতে পারবে না।

Advertisement

বৃহস্পতিবার তিন ফুটবলারের টাকাই মিটিয়ে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। ফলে তাদের উপর থেকে নিষেধাজ্ঞাও উঠে গিয়েছে। মনে করা হচ্ছে শুক্রবার থেকেই দলবদলের বাজারে নেমে পড়বে এসসি ইস্টবেঙ্গল। এমনিতেই হাতে সময় খুবই কম। ৩১ অগস্ট দলবদলের সময়সীমা শেষ হচ্ছে।

চুক্তি নিয়ে ক্লাবের সঙ্গে শ্রী সিমেন্টের সমস্যা বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মিটে গিয়েছে। তারপর থেকেই নতুন উদ্যমে দলবদলের জন্য প্রস্তুত হচ্ছে এসসি ইস্টবেঙ্গল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement