Afghanistan

Afghanistan: মহিলাদের ফুটবলের প্রচার করতে গিয়ে তালিবানের আক্রমণের ভয়ে শিঁটিয়ে আফগান কর্তারা

এক কর্মকর্তার মতে মেয়েদের ফুটবলের প্রচার করেছিলেন তাঁরা। এই ‘অপরাধে’ অত্যাচার হতে করতে পারে তালিবানরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ০০:০৯
Share:

—ফাইল চিত্র

আফগানিস্তান দখল করে নিয়েছে তালিবান। ভয়ে দেশ ছাড়ছেন আফগানিস্তানের প্রচুর মানুষ। এমন অবস্থায় ভয়ে শিঁটিয়ে রয়েছেন আফগানিস্তানের ফুটবল কর্মকর্তারা। নাম বলতে না চাওয়া এক কর্মকর্তার মতে মেয়েদের ফুটবলের প্রচার করেছিলেন তাঁরা। এই ‘অপরাধে’ অত্যাচার করতে পারে তালিবান।

Advertisement

ভারতে আশ্রয় চাইছেন তাঁরা। দিল্লির ফুটবল প্রধান শাজি প্রভাকরণ এক সংবাদমাধ্যমকে বলেন, “আফগান কর্মকর্তারা প্রাণের ভয় পাচ্ছেন। তাঁদের পরিবারের উপরেও আক্রমণ হতে পারে বলে মনে করছেন। মেয়েদের ফুটবলের প্রচার করার জন্যই এমন আক্রমণ হতে পারে বলে মনে করছেন তাঁরা।”

তালিবানের হাতে আফগানিস্তান। এখনও বিমানবন্দরের দখল না নিলেও কিছু দিনের মধ্যে তা-ও দখল হয়ে যেতে পারে। এমনটাই মনে করছেন আফগান কর্মকর্তারা। ভারতের কাছে তাঁদের আশ্রয়ের বিষয়টি নজরে এনেছেন প্রভাকরণ। যদিও ভারতীয় ফুটবল ফেডারেশন এখনও কোনও আবেদন পায়নি বলে জানিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement