শ্যুটিংয়ে নজির

মাত্র এগারো বছর বয়সে বাংলা থেকে সর্বকনিষ্ঠ শ্যুটার হিসাবে জাতীয় চ্যাম্পিয়নশিপে নামার যোগ্যতা অর্জন করল আদ্রিয়ান কর্মকার। অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের ছেলে শনিবার আসানসোলে শেষ হওয়া সর্বভারতীয় আন্তঃস্কুল চ্যাম্পিয়নশিপ ও পূর্বাঞ্চল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে এই যোগ্যতা অর্জন করে।

Advertisement
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ০৩:৪৫
Share:

মাত্র এগারো বছর বয়সে বাংলা থেকে সর্বকনিষ্ঠ শ্যুটার হিসাবে জাতীয় চ্যাম্পিয়নশিপে নামার যোগ্যতা অর্জন করল আদ্রিয়ান কর্মকার। অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের ছেলে শনিবার আসানসোলে শেষ হওয়া সর্বভারতীয় আন্তঃস্কুল চ্যাম্পিয়নশিপ ও পূর্বাঞ্চল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে এই যোগ্যতা অর্জন করে। জয়দীপের অ্যাকাডেমির ন’জন ছাত্র আটটি সোনা-সহ মোট তেরো পদক জিতলেন আসানসোলে। সেরা অর্চিষ্মান চক্রবর্তী। তিনি জেতেন চারটি সোনা, একটি রুপো। মেহুলি ঘোষ জেতেন ২টি সোনা। বাংলা টিম সোনা জেতে ১০মিটার এয়ার রাইফেলে। টিমে অর্চিষ্মানের সঙ্গে ছিলেন তনয় দে এবং নর্থ ক্যালকাটা ক্লাবের কল্পতরু দাস। ডিসেম্বরে পুণেতে জাতীয় চ্যাম্পিয়নশিপ। যেখানে জয়দীপ নিজেও নামছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement