ফাইল চিত্র
ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন পঞ্জাবের অলরাউন্ডার অভিষেক শর্মা। বিভিন্ন ঘরোয়া ও আন্তর্জাতিক একদিনের ম্যাচ মিলিয়ে, যাকে ‘লিস্ট এ’ ম্যাচ বলা হয়, ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম শতরান করলেন তিনি। রবিবার বিজয় হজারে ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৪২ বলে শতরান করলেন অভিষেক। পেছনে ফেললেন বিরাট কোহালি ও সূর্যকুমার যাদবকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৩ সালে একদিনের আন্তর্জাতিকে ৫২ বলে শতরান করেছিলেন কোহালি। সূর্যকুমার কিছুদিন আগে এই প্রতিযোগিতাতেই ৫০ বলে শতরান করেন।
অভিষেকের ইনিংসে ৯টি ছয় ও ৮টি চার রয়েছে। শেষ পর্যন্ত ৪৯ বলে ১০৪ রান করেন তিনি। স্ট্রাইক রেট ২১২.২৪। তবে এরপরেও পঞ্জাব জিততে পারেনি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৪০৩ রান তাড়া করতে নামে পঞ্জাব। ২৯৭ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। মধ্যপ্রদেশের ওপেনার ভেঙ্কটেশ আইয়ার ১৪৬ বলে ১৯৮ রান করেন। মাত্র ২ রানের জন্য নবম ভারতীয় হিসেবে দ্বিশতরান করার সুযোগ হাতছাড়া করেন তিনি।
২০১৮ সালের আইপিএল থেকেই অভিষেক সানরাইজার্স হায়দারাবাদ দলে খেলেছেন। ২০১৮ সালে অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ভারতীয়দের মধ্যে ‘লিস্ট এ’ ক্রিকেটে দ্রুততম শতরান করার তালিকার শীর্ষে আছেন সদ্য অবসর নেওয়া প্রাক্তন অলরাউন্ডার ইউসুফ পাঠান। বরোদার হয়ে ২০০৯-১০ মরসুমের বিজয় হজারে ট্রফিতে মাত্র ৪০ বলে ১০৮ রান করেছিলেন তিনি।