India vs England 2021

চতুর্থ টেস্টে মহেন্দ্র সিংহ ধোনির কীর্তি স্পর্শ করার সুযোগ বিরাট কোহালির সামনে

প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর পরবর্তী দুটি টেস্টে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৪৫
Share:

পূর্বসূরির রেকর্ড টপকানোর অপেক্ষায় কোহালি। ফাইল ছবি

লক্ষ্য আগামী জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করা। সেই উদ্দেশেই আগামী ৪ মার্চ থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (মোতেরা) চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত। ওই ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির কীর্তি স্পর্শ করবেন বিরাট কোহালি

Advertisement

প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর পরবর্তী দুটি টেস্টে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে ৩১৭ রানে এবং আমদাবাদে প্রথম টেস্টে ১০ উইকেটে জয় পেয়েছে তারা। চতুর্থ টেস্টে জিতলে বা ড্র করলেই ফাইনাল খেলতে পারবে ভারত।

ভারতীয় দলকে ৬ বছর নেতৃত্ব দিয়েছিলেন ধোনি। সে সময় তাঁর অধীনে ভারত খেলেছে ৬০টি টেস্ট। কোহালি দাঁড়িয়ে রয়েছেন এক ধাপ পিছনে। চতুর্থ টেস্টেই ধোনিকে ছুঁয়ে ফেলার সুযোগ কোহালির সামনে। ফলে ভারতের হয়ে সর্বাধিক টেস্টে নেতৃত্ব দেওয়ার তালিকায় যুগ্ম ভাবে প্রথম স্থানে চলে যাবেন কোহালি।

Advertisement

ভারত যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ পায়, তাহলে সেই ম্যাচেই ধোনিকে টপকে যাওয়ার সুযোগ থাকছে কোহালির সামনে। সেটা না হলে আগামী জুলাইয়ে ইংল্যান্ডে পাঁচ টেস্টের সফরে যাবে ভারত। তখন এই কীর্তি অর্জন করতে পারবেন কোহালি।

ইতিমধ্যেই কোহালি ভারতের সব থেকে সফল টেস্ট অধিনায়ক। তাঁর অধীনে ৩৫টি টেস্টে জিতেছে ভারত। ধোনি জিতেছিলেন ২৭টি টেস্টে। দেশের মাটিতে জয়ের নিরিখেও কোহালি আগের ম্যাচে টপকে গিয়েছেন ধোনিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement