অভিমন্যু ঈশ্বরন। ফাইল চিত্র।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলের সঙ্গেই ইংল্যান্ডে যাচ্ছেন অভিমন্যু ঈশ্বরন। ১৮ জুন থেকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শুরু এই ফাইনাল। তাই ২ জুনের মধ্যেই ইংল্যান্ডে রওনা দিতে হবে বাংলার তারকা ব্যাটসম্যানকে।
ঈশ্বরন যদিও ঘোষিত ২০ জনের ভারতীয় দলের সদস্য নন। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য স্ট্যান্ডবাইয়ে রাখা হয়েছে বাংলার ওপেনারকে। কোনও ক্রিকেটার চোট পেলে দেশ থেকে উড়িয়ে এনেই তাঁকে খেলানো সম্ভব নয়। কারণ, ১৪ দিনের নিভৃতবাস পালন করতে হবে। তাই এ বার স্ট্যান্ডবাই ক্রিকেটারদেরও জৈব সুরক্ষিত বলয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। ঈশ্বরনরা তাই কোহালিদের সঙ্গে একই
বলয়ে থাকবেন।
ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও স্ট্যান্ডবাই হিসেবে বলয়ের মধ্যে ছিলেন ঈশ্বরন। অধিনায়ক বিরাট কোহালির সঙ্গে একটি ছবি তুলে তা পোস্ট করেছিলেন গণমাধ্যমে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো মঞ্চে স্ট্যান্ডবাই হিসেবে থাকাও যে ভাগ্যের, তা মেনে নিচ্ছেন ঈশ্বরন।
ক্রিকেট অনিশ্চয়তার খেলা। কারও চোট পেয়ে ছিটকে যাওয়া অন্য কারও কাছে নিজেকে প্রমাণ করার সুযোগ এনে দিতে পারে। তেমন কোনও সুযোগ এলে তার সদ্ব্যবহার করাই লক্ষ্য ঈশ্বরনের।
আনন্দবাজারকে ফোনে তিনি বলছিলেন, ‘‘সুযোগ পেলে চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। সারা বছর প্রস্তুতি নিয়েছি। তাই আত্মবিশ্বাসের অভাব নেই। মাথায় রাখতে হবে সুযোগ পেলে যেন ঘাবড়ে না যাই। এমনিতে ভারতীয় দলের প্রত্যেক সদস্য খুবই সাহায্য করে। কোনও ভুল হলে তা শুধরে দেওয়ার চেষ্টা করে।’’
অভিমন্যু জানিয়েছেন, বিরাটদের সঙ্গে থাকলেই অনেক কিছু শেখার সুযোগ পান তিনি। বলছিলেন, ‘‘বিরাট ভাই, অজিঙ্ক ভাই, রোহিত ভাইদের সঙ্গে সময় কাটালেই সমৃদ্ধ হওয়া যায়।’’