কোহলী ও উইলিয়ামসন টুইটার
টেলিভিশনের দর্শক সংখ্যার বিচারে টি২০ ক্রিকেটকে প্রশ্নের মুখে ঠেলে দিল টেস্ট ক্রিকেট। সদ্যসমাপ্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল টেলিভিশনে দেখেছেন ৯ কোটি ৯০ লক্ষ দর্শক।
বার্ক-এর দেওয়া তথ্য অনুসারে ২০১৮ সালের পর কোনও টেস্ট ম্যাচে টেলিভিশনে এত দর্শক দেখা যায়নি। প্রতি মিনিটে গড়ে ৭ কোটি ৪০ লক্ষ মানুষ টিভির পর্দায় চোখ রেখেছেন ।
টি২০ ক্রিকেট শুরু হওয়ার পর মনে করা হচ্ছিল টেস্ট ক্রিকেট কিছুটা কোণঠাসা হয়ে যেতে পারে। তবে আইসিসি পরিচালিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সেই আশঙ্কাকে ভুল প্রমাণ করে দিল। বারবার এই প্রতিযোগিতা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলেও আইসিসি টেস্ট ক্রিকেট বাঁচিয়ে তোলার ক্ষেত্রে এখনও অবধি যে সফল তা বলাই যায়।
বৃষ্টির কারণে সাদাম্পটনে রিজার্ভ ডে তে ভারতকে হারিয়ে সেরার শিরোপা পায় নিউজিল্যান্ড। বিরাট কোহলীর ভারতকে আট উইকেটে হারিয়ে বাজিমাত করে তারা।
কোহলী ও উইলিয়ামসন টুইটার