অনিশ্চিত চ্যাম্পিয়ন্স লিগের ভবিষ্যৎ। —ফাইল চিত্র
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে নিষিদ্ধ করা হতে পারে চেলসি, রিয়াল মাদ্রিদ এবং ম্যাঞ্চেস্টার সিটিকে। ‘ইউরোপিয়ান সুপার লিগ’-এ অংশগ্রহণ করতে চলা এই ৩ ক্লাবের বিরুদ্ধে এমনই শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে উয়েফা। যে ১২টি ক্লাব সুপার লিগে অংশগ্রহণ করতে চলেছে তার মধ্যে এই ৩টি ক্লাবও রয়েছে।
ডেনমার্কের এক ফুটবল কর্তা জেস্পার মোল্লার বলেন, “এই ক্লাবগুলোকে যেতেই হবে। আশা করি শুক্রবারের মধ্যেই তা হয়ে যাবে। তার পর আমাদের ভেবে বার করতে হবে কী করে চ্যাম্পিয়ন্স লিগ শেষ করা হবে।” শুক্রবার উচ্চ পর্যায় বৈঠক করা হবে বলেও জানিয়েছেন মোল্লার।
উয়েফা প্রধান আলেক্সান্দার সেফেরিনও এই ৩ ক্লাবকে নিষিদ্ধ করার পক্ষে। তিনি বলেন, “আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলছি এই ব্যাপারে। কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। আমার মতে এই ক্লাবগুলোকে আমাদের সব রকমের প্রতিযোগিতা থেকে বার করে দেওয়া উচিত এবং খেলোয়াড়দেরকেও সমস্ত প্রতিযোগিতায় নিষিদ্ধ করে দেওয়া উচিত।”